প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
পার্থিব
তুমি পার্থিব জীবনের কথা বলো
তুমি বলো, ঘুমাতে পারনি চোখ লাল
বলো, ছন্দ পতনের কথা বলো
একলা থাকার গল্প আমাকে বলো,
তুমি না আসার ফলে কি কি ঘটেছিলো
ফিরে গিয়েছিল নদী- দেরীতে
সূর্য উঠেছিলো , ফুলের কোরক
দেরি করে ফুটেছিল, বিমর্ষ ছিল পথ
লক্ষ্যহীন হয়েছিল মিছিলের গতি ---
বাউল পাখিটির পুরো রাত কেটেছিল ডেকে ---
তুমি ইহকাল নিয়ে কথা বলো
পচনটা কতদূর গিয়ে ঠেকেছে তা বলো
রক্তের অক্ষরে লিখেছি তোমার নাম
সেই অনুভব থেকে কথা বলো---
তবু বৃষ্টিতে আঁধার কতটা ধুয়েছে তাবলো
যে কোনো সময় আগুনটা জ্বলে
উঠতে পারে তাও বলো---কিছু অঙ্গিকার
আমারও রয়েছে তা বলো সুস্পষ্ট।