প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
মোখলেছুর রহমান ভূঁইয়ার কবিতা
কাচঘর
পেছনে ঝলসে ওঠে রূপালি হাসি
সামনে স্মৃতির কাচঘর
একই মাটিতে বেড়েওঠা আমাদের
একই বালিশে সুখনিদ্রা
আঙিনায় ভেসে যায় মায়া।
আমাদের কথা হতো বিরতিহীন
বুকপকেটে লুকিয়ে রাখতাম তোমার মুখ
স্মৃতির জাহাজ ভাসে
তারপর জীবনজুড়ে প্রচণ্ড ঝড়
চূর্ণ-বিচূর্ণ কাচঘর।
আর দেখা হবে না
আমাদের মুখ আজ চৌচির মাঠ।
প্রণয়
প্রথম প্রেম স্বর্গে নিয়ে যায়
তুচ্ছ মনে হয় মহাকাল
গায়ে মাখি শরীরের সুগন্ধি
শিশিরসিক্ত ঠোঁট, অনন্ত শিহরণ
তুমিহীন আমি এখন ঊদ্বাস্তু
ঘুরছি পথে পথে, গন্তব্যহীন
অথচ তুমি এক চঞ্চল প্রজাপতি
উড়ছো ডাল থেকে ডালে, মন থেকে মনে!
একটি লাশের বীজবপন
প্রাণহীন দেহকে লাশ বলে
রক্তগঙ্গার জমিনে
একটি লাশের বীজ বপন।
নিস্তব্ধ শহরে
তোমার অংকুরোদগম
মাটি ভেদ করে উঁকি দেয় কিরণ।
আগস্টে শোকের পাতা ঝরে
আর্তনাদ ওঠে মনসমুদ্রে
অশ্রুসিক্ত জমিনে বেড়ে ওঠে গাছ
ডালপালা বাড়ে, দোল খায়
অন্য কোনো অবয়ব জেগে ওঠে।
সময়ে সময়ে কথা বলে মৃতমুখ
লাশের বীজ বপন হয় প্রতিদিন
চির জাগরণে, চির দ্রোহ-সংগ্রামে
আমাদের হৃদয়ে তাঁর অনন্ত সমাধি।