মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১৪:৪১

চাঁদপুরের জেলা প্রশাসক ও এসপি'র উপস্থিতিতে রোটারি ক্লাবের মানবিক উদ্যোগ: নতুন পোশাকে শিশুদের ঝলমলে দিন

এক আয়োজনে অনেক হাসি!

স্বাস্থ্যসেবা থেকে বৃক্ষরোপণ, রোটারি ক্লাবের মানবিক স্পর্শে আলোকিত চাঁদপুরের এতিম শিশুরা

বিশেষ প্রতিনিধি :মো.জাকির হোসেন
এক আয়োজনে অনেক হাসি!

চাঁদপুরে আজ ১ জুলাই ২০২৫, মঙ্গলবার সকালে এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে সরকারি শিশু পরিবার ও বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফুটিয়েছে রোটারি ক্লাব অব চাঁদপুর। “ড্রেস ডিস্ট্রিবিউশন ফর অরফান চাইল্ড” শীর্ষক এ অনুষ্ঠানে ছিল স্বাস্থ্যসেবা ক্যাম্প, ওষুধ বিতরণ, বৃক্ষরোপণ, প্রেরণামূলক বক্তব্য এবং নতুন পোশাক ও মাস্ক উপহার—যা এসব শিশুদের জন্য এক অনন্য অভিজ্ঞতা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সম্মানিত জেলা প্রশাসক, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা। সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা (ফুল মিঞা), পিএইচএফ

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ১০টায় শিশু স্বাস্থ্যসেবা ক্যাম্প ও ওষুধ বিতরণ দিয়ে। এই আয়োজনে পেশাদার চিকিৎসক দল অংশগ্রহণ করে, যারা শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। বিশেষ করে প্রতিবন্ধী শিশুরা এ সেবায় সরাসরি উপকৃত হয়।

এরপর বেলা ১২টায় অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। শিশুদের হাতে গাছ তুলে দিয়ে পরিবেশবান্ধব সচেতনতা গড়ে তুলতে অনুপ্রাণিত করেন অতিথিরা। প্রত্যেক শিশু একটি করে গাছ লাগায় এবং তার পরিচর্যার অঙ্গীকার করে।

বেলা ১২টা ১৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত হৃদয়গ্রাহী একটি মোটিভেশনাল বক্তৃতা প্রদান করেন। তিনি বলেন, “তোমরা যেভাবে সব কষ্ট উপেক্ষা করে বেড়ে উঠছ, ঠিক তেমনিভাবে একদিন দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারবে—এই আত্মবিশ্বাস তোমাদের মাঝে থাকতে হবে।”

দুপুর ১টায় শিশুদের জন্য নতুন পোশাক ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানের পটভূমিতে দেখা যায় শিশুদের পরনে নতুন জামা, মুখে আনন্দের হাসি। অনেকে প্রথমবার নতুন পোশাক পরার আনন্দে আত্মহারা হয়ে পড়ে।

দুপুর ১টা ২০ মিনিটে অতিথিরা শিশুদের সঙ্গে একসাথে দুপুরের খাবার গ্রহণ করেন—যা এ আয়োজনকে আরও মানবিক ও অন্তরঙ্গ করে তোলে।

রোটারি ক্লাব অব চাঁদপুর এই আয়োজনের মাধ্যমে শুধু একটি অনুষ্ঠান নয়, বরং একটি মানবিক সেতুবন্ধন তৈরি করেছে। অতিথিরা প্রত্যেকেই রোটারির এ সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের অন্যান্য সদস্য, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকবৃন্দ, যারা সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।

স্মরণীয় মুহূর্ত:

অনুষ্ঠান শেষে গ্রুপ ফটোসেশনে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। রঙিন ব্যানার ও নতুন পোশাকে সজ্জিত শিশুদের হাস্যোজ্জ্বল মুখগুলো যেন এক মানবিক জয়গানের প্রতিচ্ছবি।

সংগঠনের পক্ষ থেকে বার্তা:

রোটারি ক্লাব অব চাঁদপুর-এর সভাপতি মোঃ মোস্তফা (ফুল মিঞা), পিএইচএফ বলেন, “আমরা শুধু উপহার দিইনি, ভালোবাসাও দিয়েছি।” ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

এই মহৎ উদ্যোগে অংশগ্রহণকারী সকল অতিথি, চিকিৎসক, স্বেচ্ছাসেবক এবং শিশুদের প্রতি রোটারি ক্লাব অব চাঁদপুর আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়