রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৩, ০০:০০

কিচ্ছু নাই
উপেন্দ্র নাথ রায়

আজ কিচ্ছু নাই দেবার মত

শুধু জমা আছে দুঃখ যত।

ফুল দিয়েছি মালা দিয়েছি

তোমায় দেওয়া কথা রেখেছি।

যা আছে তা শুধুই আমার

নতুন কিছু নেই তো চাওয়ার।

বিল থেকে শাপলা তুলে

গুজে দিয়েছি কালো চুলে।

শুনি নি সেদিন কারো মানা

নেমে এনেছি পাখির ছানা।

বৃষ্টির দিনে দিয়েছি ছাতা

পূজোয় দিলাম বেল পাতা।

একটা সন্দেষ দু' ভাগ করে

পাঠিয়েছিলাম তোমার ঘরে।

তোমার তৃষ্ণা ভরা যৌবনে

সময় দিয়েছিলাম মৌবনে।

আজ আর কিচ্ছু দেবার নাই

দুঃখ ভরা মনে, দিলাম শুধু ঠাঁই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়