রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০

অপ্রকাশিত ভালোবাসা
বিচিত্র কুমার

কলমের কালি থেকে যে উড়ন্ত পাখি বের হয়

সে শুধু কেবল কোন কবিতার উড়ন্ত পাখিই নয়;

হয়তো বা কোন এক কবির ভাবনার প্রতিমূর্তি,

কিংবা হতে পারে তার বাস্তব কল্পনার জীবন্ত এক পাখি।

হতে পারে সেই পাখির সাথে কবি স্বপ্নে কথা বলে

তার সাথে ইচ্ছে নদীতে সাঁতার কাটে;

মনের অজান্তেই আবেগের দেশে হারিয়ে যায়,

নদী-নালা বন-জঙ্গল সমুদ্র-সৈকত পাহাড়-পর্বত পেরিয়ে;

ওই স্বপ্নপূরীর দেশে।

সে শুধু কবির কাছে স্বপ্নের সুখ পাখি'ই নয়

হয়তো বা তার জীবনের আরও অনেক কিছু ;

যে স্বপ্নে হাতছানি দেয় আবার স্বপ্নে হারিয়ে যায়

ধুসর পাণ্ডুলিপির মতো-

কিছু স্মৃতি কিছু স্বপ্ন রেখে যায় নকশীকাঁথার মাঠে।

যা কেউ জানে না, কেউ কখনো বোঝার চেষ্টাটুকুও করে না;

কবিতা আসলে কবির কাছে শুধু কবিতা'ই নয়।

হয়তো বা কোন কবির আবেগ জড়িত কিছু রোমান্টিক স্মৃতিকথা;

কিংবা কবির মনের মধ্যে লুকিয়ে থাকা আবেগ অনুভূতি ,

অথবা অপ্রকাশিত ভালোবাসা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়