প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০০:০০
কনক কুমার প্রামানিক
শেখার কোনো অন্ত নাই
শিখতে সবে চায়,
শেখার জন্য পাঠশালার
বিকল্প যে নাই।
কিশোরকালে সকালবেলা
পাঠশালাতে যাই,
এমন মধু দিনগুলো যে
সবাই ফিরে চায়।
কৈশোরের সে পাঠশালাতে
কত শত স্মৃতি,
কিছু তার অমলিন আছে
কিছু আজ বিকৃতি।