সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

স্মৃতিতে চুন্নু ভাই
জাহাঙ্গীর আলম হৃদয়

মানুষ মানুষের জন্যে ভাই/মানবতা, মানবপ্রেম সবার মাঝেই চাই।/ভালোবাসো ধনী-গরিব উজাড় করে হৃদয়/কবি বলেছেন, এই মানুষেই মসজিদ-মন্দির হয়।/কেন মিছে মারামারি, কেনো রক্তবন্যা/তারাও তো কারো ভাই, পুত্র-মাতা-কন্যা/মানুষ, সে তো মানুষ এর চেয়ে বড় নাই পরিচয়/মানুষে মানুষে সম্প্রীতি, হিংসা-বিদ্বেষ করে ক্ষয়।/মানুষ তুমি এসেছো একা, আবার যাবে চলে একা/দুই দিনের দুনিয়ায় তাহলে কিসের এতো অহংকার/ছাড়ো সব, ভাবো মানুষের কথা/মানুষের কষ্টে কাঁদি, মানুষের আনন্দে হাসি/মানুষকে ভালোবাসি ভাই, মানুষ ভালোবাসি।

পাঠক আমার লেখা এ কবিতাটি একজন মানুষ খুব পছন্দ করতেন তিনি হলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট সাংবাদিক, কলামিষ্ট প্রয়াত মাহবুবুল আলম চুন্নু ভাই। আজ তিনি নেই। রয়েছে নানা স্মৃতি সমাহার। যা বলে বা লিখে শেষ করা যাবে না। আমার লেখার উদ্দেশ্যই তিনি আমার সাথে স্বল্প সময়ের কিছু গল্পকথা।

পেছনের দিকে ফিরে যাই। ১৯৯৬ সালে তাঁর সাথে শাহরাস্তি উপজেলা পরিষদের একটি অনুষ্ঠানে আমার পরিচয় হয়। আমি তখন শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের নাট্যকর্মীদের নিয়ে ছোট একটা নাটিকা পরিবেশন করেছি স্বাস্থ্যসেবার উপরে। অনুষ্ঠান শেষে তিনি আমাদের সংগঠনের সবাইকে ধন্যবাদ দিলেন। বললেন হৃদয় তুমি পারবে, এগিয়ে যাও দোয়া রইলো।

এরপর থেকে দীর্ঘ বছর তাঁর সাথে আমার দেখা হয়নি। ২০০২ সালে শাহরাস্তি মেহের কালিবাড়ি কৃষি ব্যাংকে গেলাম আমার আব্বার সাথে ব্যাংকে ঢুকতেই চুন্নু ভাই আমায় ডাকলেন। বললেন, অনেক দিন দেখা নেই, আমি বললাম, আপনি এখানে? তিনি বললেন, আমি কৃষি ব্যাংকে চাকুরি করি, আমার বাবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তিনি আমার বাবাকে কালিবাড়ি ছকিনা হোটেলে নিয়ে আপ্পায়ন করালেন।

কিছুদিন পর চুন্নু ভাইয়ের সাথে দেখা চাঁদপুর জোড়পুকুর পাড়ে অবস্থিত সাহিত্য একাডেমিতে। তিনিও এলেন হাজীগঞ্জ থেকে অনেক গল্প-আড্ডা শেষে দুজন মিলে রাতে একই গাড়ি করে রওনা হলাম। তিনি একটি কথাই বলতেন, জীবনে সততা, আন্তরিকতা, আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেই তুমি সফল। সবাই শুধু সম্পদের পেছনে ছুটছে, চোখ দুটি বন্ধ হলে কেউ কারো নয়। তুমি ক্ষণিকের জীবনে যতোটা ভালো করতে পারবে আর নিজেকে ধরে রাখতে পারবে তাই হবার প্রাপ্তি।

মানুষ হওয়া খুব সহজ। তবে ভালো মানুষ হওয়া খুব কঠিন। ভালো মানুষ হলে টাকা থাকবে না। তোমার ইচ্ছে কাউকে কিছু দিতে কিন্তু পারছো না নেই বলে। তবুও যতোটা সম্ভব মানুষের পাশে থাকার চেষ্টা করতে হবে।

অনেকেই বাবার হাত ধরেই হাঁটতে শেখে, সাঁতার কাটে, অনেক কিছুই করে যখন ছেলে বড় অনেক বড় হয় তখন বাবা হয়ে যায় শিশু, সে সময় সন্তান যার হাত ধরে চলেছে সে এসে যদি প্রশ্ন করে আপনি এখন বুড়ো হয়ে গেছেন, কি বুঝেন তাহলে তার কাছে কেমন লাগবে বলো?

চুন্নু ভাই মুক্তিযুদ্ধের বিজয় কথা, সংবাদকর্মী জীবন, সাংস্কৃতিক জীবন নিয়ে নানা গল্প করলেন। অবশেষে তিনি নেমে গেলেন হাজীগঞ্জ বাজারে আর আমি শাহরাস্তির পথে।

২০১৯ প্রবাসে থাকি বলে দেশে আর সময় দিতে পারিনি। প্রবাসে চলে এলাম আবারও জীবনের তাগিদে। ২০২১ সালে আবার ছুটিতে দেশ যাই চুন্নু ভাই জানতে পেরে কল দিলেন। ছুটে গেলাম হাজীগঞ্জ বাজারে সেদিন আর দেখা হয়নি তাঁর সাথে। দেখা হয়েছে হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সভাপতি কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, হাবিবউল্লাহ, মিরাজ মুন্সীর সাথে।

আমার ছুটি প্রায় শেষের দিকে আবার প্রবাসে চলে আসতে হবে। এরই মধ্যে হাজীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সভাপতি গাজী সালাউদ্দিন ভাই কল দিলেন আমি চলে যাবো শুনে ছুটে গেলাম হাজীগঞ্জ তৃপ্তি হোটেলে সঙ্গে আমার লেখা বই। হোটেলে ঢুকেই দেখি প্রিয় চুন্নু ভাই, গাজী সালাউদ্দিন ভাই, রুজমন ভাই বসে আছে আমার জন্যে।

১১ সেপ্টেম্বর ২০২১ শুভেচ্ছা বিনিময় টেবিলে চুন্নু ভাই বলতে লাগলেন হৃদয় তোমায় পেয়ে সত্যিই অনেক ভালো লাগছে। আমার লেখা বই চুন্নু ভাইসহ সবাইকে শুভেচ্ছা উপহার দিলাম। বই পেয়ে তিনি বললেন, অনেকেই দেশে বসেই লেখালেখি, সাংস্কৃতিক চর্চা কিছুই করে না আর তুমি প্রবাসে বসেও থেমে নেই অসাধারণ তোমার চেষ্টা, ইতিমধ্যে তুমি ৪টি বই লিখেছো, তোমাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই।

একফাঁকে চুন্নু ভাই বললেন, হাজীগঞ্জ একটি পাঠাগার হবার কথা যার উদ্যোগক্তা টিভি উপস্থাপক সাহাব উদ্দিন মজুমদার। শুনলাম তুমিও সেই কাজে সহযোগিতা করছো। আমি বললাম, জি¦ ভাই, তবে কাজটি কতদূর এগিয়েছে তা জানি না। চায়ের চুমুকে গল্প শেষে বিদায় নিলাম।

যথারীতি আমি প্রবাসে চলে এলাম। প্রবাসে আসার কিছুদিন মোবাইলে চুন্নু ভাইয়ের সাথে আলাপ হয়েছে। সব শেষ কথা হয় ১০ ডিসেম্বর ২০২১ রাতে। ১১ ডিসেম্বর আমার মেসেঞ্জারে চুন্নু ভাইয়ের দেয়া শুভেচ্ছা মেসেজ। তিনি লিখলেন, ‘প্রীতি ও শুভেচ্ছা নিও। আশা করি কূশলে আছো। তোমার বহুমাত্রিক ক্রিয়াকর্মে আমি যথেষ্ট খুশি এবং নিজ থেকে উৎসাহও বোধ করি। শুধু ভোগের মধ্যে মানব জীবনের স্বার্থকতা না খোঁজে যারা মানুষের মাঝে থেকে কাজ করতে চায়, আমার বিবেচনায় তুমি তাদের মধ্যে একজন। তোমার জন্য শুভকামনা’।

এমন সাবলীল উৎসাহমূলক লেখা চুন্নু ভাই আর দিবে না। একদিন স্মৃতি বুকে নিয়ে আমিও যাবো চলে আপনার মতো করেই।

১৬ ডিসেম্বর রাতে আমার ফেসবুক মেসেঞ্জারে গাজী সালাউদ্দিন ভাই মেসেজ দিলেন চুন্নু ভাই মারা গেছেন। খবরটি শুনে সত্যিই অবাক হয়ে অতিতের স্মৃতি মনে করতে লাগলাম, চোখের পানি ধরে রাখতে পারিনি। ভাই নেই তাঁকে নিয়ে দু কলম লিখবো বা কি লিখবো তাই ভাবছিলাম। না লিখলেও মনকে মানাতে পারছি না তাই প্রবাসে কাজের ফাঁকে সংক্ষেপে শুধু কিছু স্মৃতি সমাহার তুলে ধরেছি চুন্নু ভাইকে নিয়ে। ভুল হলে ক্ষমা করবেন।

মনে রাখতে হবে, ক্ষণিকের জীবনে কেউ বড় হতে গেলে আপনার প্রতিভা আর যোগ্যতা যতোই থাকুক না কেনো কারো না কারো মাধ্যমে সেই যোগ্যতা অর্জনের সুযোগ মিলে। মাধ্যম ছাড়া সবাই বেকার, একে অন্যের পরিপূরক।

আজ চুন্নু ভাই নেই আছে তাঁর রেখে যাওয়া হাজীগঞ্জ প্রেসক্লাব। এখন তাদের দায়িত্ব অতীতের স্মৃতিগুলো ধরে রাখা। দোয়া করি, মহান আল্লাহ চুন্নু ভাইকে জান্নাতবাসী করুন।

জাহাঙ্গীর আলম হৃদয় : সাংবাদিক, লেখক, নাট্যকার; প্রতিষ্ঠাতা সভাপতি : অপরূপা নাট্যগোষ্ঠী যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠন, শাহরাস্তি, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়