শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০০:০০

রেজাউল করিম রোমেলের দুটি কবিতা
অনলাইন ডেস্ক

সময়

জীবনের কোনো এক সময় তুমি আমি

যদি গুনে যাই হাজার কোটি বছর,

তবু কি শেষ হবে গণিতের অগণিত সংখ্যাগুলো?

শত কোটি কোটি বছর যদি হাঁটতে থাকি

মহাকালের চেনা অচেনা পথে তুমি এবং আমিও।

সে চলার পথ শেষ হবে কি?

তুমি কি পারবে মহাকালের চলার পথকে

থামিয়ে দিতে এক সেকেন্ড?

যান্ত্রিক ঘড়ি চাইলেই থামিয়ে দেয়া যায়।

কিন্তু জীবন ঘড়ি!

তুমি কি চাইলেই জীবনের এক সেকেন্ড থামিয়ে দিতে পার?

তুমি কি পারো ঘটে যাওয়া ঘটনা বা দুর্ঘটনা

পুনরায় আবার নতুন করে ঘটাতে?

যে চলে যাবার সেতো চলে যাবে,

আর যে আসবার সেতো আসবেই।

এই মহাবিশ্বের মস্তোবড় নাট্যমঞ্চে

তুমি অভিনেত্রী আর আমি অভিনেতা মাত্র।

একটু ভাবুন তো

একটু ভাবুন তো...

একটু ভাবুন।

সুখ আছে কিন্তু দুঃখ নাই

অথবা দুঃখ আছে সুখ নাই।

আলো আছে অন্ধকার নাই,

অন্ধকার আছে কিন্তু আলো নাই।

সত্য আছে মিথ্যা নেই

মিথ্যা আছে সত্য নেই

ন্যায় আছে অন্যায় নেই

অন্যায় আছে ন্যায় নেই।

অন্ধকার আছে বলেই আমাদের

কাছে আলোর অস্তিত্ব

অপূর্ব, সুন্দর, মূল্যবান।

সব কিছুই যেন একটি আর

একটির পরিপূরক।

মিথ্যার সাথে সত্যের লড়াই

ছিল, আছে, থাকবে।

প্রকৃতির এই নিয়ম অস্বীকার

কোরব কী করে!

তবুও আমরা সত্য পিপাসু।

সত্যের গান গাই।

সত্যের জয় হোক

তা না হলে কোনো রক্ষা নাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়