শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৩২

সত্য ঈষাণ কোণে বসে হাসে

সন্তোষ দাস মনা
সত্য ঈষাণ কোণে বসে হাসে

মুখোশের ভিড়ে আমরা চলি। আমাদের পথ আর মতের পার্থক্য নিরূপণ করি আমরা নিজেরা। আমরা স্নিগ্ধতা ছড়াই স্বচ্ছতাকে পাশ কাটিয়ে, নাহ্, ব্রহ্মাণ্ডে সবাই এ নীতি ধারণ করে, এ রকম মন্তব্যবাণ ছোঁড়ার মতো মানুষ আমি না।

বাস্তবতার মুখোমুখি হলে মুখোশের সামনে পড়তে হয়, যারা শুরু থেকে বাস্তববাদী তারা ঠকে কম ঠকায় কম। সত্য তিতা, তারপরও ফল সুমিষ্ট। সত্য সেটা, যা আমরা ধারণ করি।

আবেগের ভেতর বসবাস করলে নিজেকে ফাঁকি দেওয়া ছাড়া কিছুই হয় না। নিজেকে ফাঁকি দেওয়া মানে নিজের পায়ে জোড়া কুড়ালের কোপ মারা, আর তখনই মানুষ পড়ে যায় মুখোশের ভিড়ে।

এ জমানায় গঠনমূলক কর্ম আপনার আপন, যা দিয়ে আপনার সম্মান বাঁচবে, আর্থিক ভিত্তি মজবুত হবে, আর বাকি সব পর। ঐ যে কবি একটা কথা বলে গেছেন, ওরা কি সব ছায়ার পাখি! (দুঃসময়ে পরিচিত সমূহমুখ)

প্রকৃত সত্য লুকিয়ে রাখলে দীনহীন তকমা ছাড়া এই মুখোশের ভিড়ে কপালে আর কিছুই জুটবে না। আমি ভালো, এ কথা প্রমাণ করতে হলে আমাকে আমার কর্ম দিয়ে প্রমাণ করতে হবে। এখানে আবেগের জায়গা পরিমাণ মতো হওয়া চাই।

আবেগ হলো বর্ষার বৃষ্টির মতো, প্রেমের মান-অভিমানে বেশ ভালো কাজে লাগে।

ইচ্ছা আর ধৈর্য মানুষের জাগতিক চোখ খুলে দেয়, ধরিয়ে দেয় বাস্তবতা র ট্রেন। তিমির রজনী ভোর হয়ে আসে নতুন দিগন্ত। দীর্ঘ জীবন আশা করার চেয়ে কম বাঁচলেও অসুবিধা নেই, যদি জীবনে স্নিগ্ধতা, সুগন্ধ আর স্বচ্ছতা থাকে।

আমার কথাগুলো এলোমেলো মনে হতে পারে, কিন্তু অবান্তর মনে করি না। দিনশেষে আমি একা, আমার কেউ নেই। এটা সত্যের চেয়েও কঠিন সত্য। আমরা ভুল করি আর আফসোস করি, এ করে করেই আমাদের জীবনের ইতি ঘটে! ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু এ ভুল যদি বার বার হয় সেটা হবে সরলতার পুরস্কার। নিজেকে বদলাতে হবে মুখোশ পরিহিত চোখ থেকে।

আমি বিবেক না হারিয়ে সবকিছুর দোষ আবেগকে দেবো; কারণ, অতি আবেগ জীবনে জটিলতা সৃষ্টি করে, উন্নয়নকে বাধাগ্রস্ত করে, আর সফলতার সম্ভবনাকে ব্যর্থতায় পরিণত করে। আমি শ্রেষ্ঠ জীব হয়ে দরিদ্র থাকা মানায় না, দারিদ্র্য আমার অতি আবেগের ফসল।

বিসর্জন দিতে শিখতে হয়, না হলে সত্য ধরা দেয় না। আমরা এমন কিছু আঁকড়ে ধরে থাকি, যা দেখে সত্য ঈষাণ কোণে বসে হাসে!

বয়স যতো বাড়ে ভয় ততো বাড়ে, সত্যকে লুকানোর ভয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সবাই নিতে পারে না, যারা পেরেছেন তারা অতি আবেগের দাস ছিলেন না। নিজের পরিচয় সৃষ্টি করতে হলে ইচ্ছাটাকে প্রাধান্য দিতে হবে, মনে জিদ থাকতে হবে, তারপর কে মুখ আর কে মুখোশ আপনাআপনি পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে, সেজন্যে বাস্তববাদী হতে হবে।

কোনো কিছু অর্জন করা সহজ নয়, আবার যদিও-বা করে থাকেন তা ধরে রাখা অতো সোজা না। সুনাম, খ্যাতি, অর্থ ধরে রাখতে জানতে হয়, কারণ এগুলো স্রোতের মতো আসে স্রোতের মতো যায়। নিরহংকারী মুক্তচিন্তার মানুষ হোন, সম্মান করলে সম্মান পাবেন। নিজেকে মহামূল্যবান ভাবলে ধ্বংস অনিবার্য।

সফল হবার অনেক রাস্তা আছে, কিন্তু পতন হবার রাস্তা গুটিকয়েক। যা বিশ্বাস করি তা যেন বুঝেশুনে করি। স্থিরচিত্ত বুদ্ধিদীপ্তরা কখনো অনুকরণ করে না, তারা লালন করে। জীবনে সবসময় সব যুক্তি কার্যকর নয়, সমালোচনা হজম করতে পারলে নিজেকে মূল্যায়ন করা সহজ, আমরা সমালোচনাকে তিরস্কার হিসেবে নিয়ে থাকি। অনুগ্রহ-সবিনয়ে প্রত্যাখ্যান করা মর্যাদাশীল কাজ। আমি সফল নই, তার অর্থ এই নয় যে, আমার দিন ফুরিয়ে গেছে। কর্মের শুরুটা করেন চমৎকার, তাহলেই জীবন সুন্দর। অনেক চেষ্টা আর ধৈর্যের পরই জীবনে আলোর রেখা দেখতে পাওয়া যায়। অলসতা জীবনে পাপ এবং মহাব্যাধি। ইচ্ছাকৃত ভুলকে অনুষঙ্গ করলে সময় কাউকে রেয়াত দেয় না। নিজেকে চিনতে জানলে সব ভালো একদিন পথ দেখিয়ে নিয়ে যাবে স্ব-উচ্চস্থানে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়