শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫

নদী

আলমগীর হোসেন আঁচল
নদী

নীরবে বয়ে যায়, কূল ছুঁয়ে নদী,

বয়ে চলে স্রোতের গান, শান্ত চেতনা বিদী।

দিগন্তে হারিয়ে যায়, আঁকড়ায় না ঘর,

প্রবাহে তার ইতিহাস, স্বপ্ন, সুখ ও ঝর।

নদীর বুকে লুকায় কত রহস্যের গল্প,

কখনো শান্ত, কখনো রাগে জ্বলে অগ্নিতপ্ত।

নৌকার ছেঁড়া পাল, নদী জেলেদের ডাকে,

জীবনের প্রতিচ্ছবি খেলে, নদী তার বাঁকে।

পাড়ে বসে কৃষাণী, কাঁখে কলসি জল,

নদী যার প্রেম, মায়ের মতো ঢল।

শিশির ভেজা ভোরে জেগে ওঠে সে,

মাটির সাথে বাঁধা, কভূ মুক্তির আশ্বাসে।

নদী মানে চলা, দীর্ঘ যুগের পুরান,

নদী মানে ইতিহাস, নদী মানে প্রাণ

তাই তো নদী ভালোবাসে এই দেশ,

সে যেন শত বাঙালির হৃদয়ের হ্রেস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়