প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫
আঁচড়ের হিসাব

ক্ষুদীরাম দাস আঁচড়ের হিসাব
জীবন তো ঢেউ, আসে সুখ-দুঃখের পালা,
সুখের স্মৃতি ভাসে, দুঃখের রেখা হয় জ্বালা।
এই আঁধারেই চেনা যায়Ñকে আপন, কে পর,
আলো সরে গেলে কাঁপে সম্পর্কের ঘর।যখন দুহাত কাঁপে, চোখে নামে অন্ধকার,
কে ধরে রাখে হাত, কে হয় মুক্তির দ্বার?
যারা নিঃস্বার্থ আসে, উষ্ণতা দেয় দু হাতে,
কথা না বললেও, থাকে নিবিড় সাথে।
সমাধান না দিক, শুধু শান্তিটুকু ঢালে,
সে স্পর্শ, সে আশ্বাস, চিরকাল মনে চলে।অন্যদিকে, যখন ভরসা খোঁজে এ মন,
পিছু হটে যায় চেনা প্রিয়জন।
মিথ্যা অজুহাত, এড়িয়ে চলার ভান,
করে তারা হৃদয়ে গভীর ক্ষত স্থান।
সময় কাটে, ব্যথা কিছুটা তো ম্লান হয়,
কিন্তু সেই উপেক্ষা কখনো কি ভোলা যায়?টাকা, খ্যাতি, আনন্দ এসবই তো ক্ষণস্থায়ী,
দুঃখের আঁচড় আর প্রেম, সেটাই স্থায়ী।
কে পাশে ছিল, আর কে সরে গেল দূরে,
এ হিসাব রয়ে যাবে জীবনের সুর-অসুরে।