শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৪

অসহায় চোখগুলো

এন জে রাবেয়া
অসহায় চোখগুলো

এন জে রাবেয়া অসহায় চোখগুলো

পথের ধারে, মায়ের কোলে, একটি শিশু ছিলো বসে।

ছেঁড়া জামা, জড়ানো ছিল, তার ধুলোমাখা গায়ে।

‘এই পৃথিবী কি আমারও, মা?’

প্রশ্ন করে তার অসহার চোখগুলো।

মাজননী বসে ছিল স্কুলেরই পাশে,

চাঁদমুখো সন্তানকে নিজের বুকের পানে টেনে,

‘এই পৃথিবী তোমারও, বাবা’।

বলে ওঠে তার অসহায় চোখগুলো।

‘তাহলে মা, সবাই ভালো জামা পরে, আমার কেন নেই?

সকলেই তো বাড়ি আছে, আমাদের কেন নেই?’

যখন প্রশ্ন করে ঐ শিশুটির অসহায় চোখগুলো।

তখন, ‘তাদের দিকে দেখো বাবা, এক বাড়িতে থাকছে তারা। ভালো কি হবে তাতে?

আমরা পৃথিবীর যেথায় যাই, সেথায় ঠাঁই হবে, আমাদের এক সাথে’।

বলে উঠে মায়ের অসহায় চোখগুলো।

আমি যখন দেখি, এই স্কুলে কত শিশু, কত ভাবে যায়, আর এই শিশুটি হায়!

‘কেন যাবে না এই শিশুটি, যাবে শুধু সেই শিশুগুলো?’

প্রশ্ন করে আমার অশ্রুভেজা অসহায় চোখগুলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়