প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৩
আজব প্রেম

মো. সজীব খান আজব প্রেম
আজব এ পৃিথবীর প্রেম
হরেক রকম তার মন
বোঝার কোন সাধ্য নেই।
আজকালকার প্রেম
কচু পাতার পানি
নাড়া খেলেই ঝরে যায়।
এ কেমন প্রেম
ভালোবেসে কেউ সুখী
আবার কেউ হয় বিরহী।
হায়রে প্রেম, হায়রে ভালোবাসা।
এ জীবনে আর হলোনা।
আমি আসবোজেগে উঠবো আবার আমি
পূর্ব গগণে
নিত্য রবীর ভোরে
শিশির ভেজা কুয়াশার মাঝে।
নতুবা আমায় দেখিবে আবার
জোৎস্নাময়ী রাতে আকাশের
লক্ষ-কোটি তারার মাঝে।
অনুভব করতে পারবে আবার
দক্ষিনা মৃদু বাতাসে
সাত-সকালে মধ্য রাতে
তোমার চুলের মৃদু ঘ্রানে।
দেখতে পারবে আবার আমায়
আমার জয়ধ্বনিতে।
আষাঢ়আষাঢ় এর গনবর্ষে শাপলা ফুলের সমারোহে
বসন্তের কোকিলের ডাক কদম ফুলের মাঝে।
যখন দেখবে আকাশের মনটা ভালো নেই।
বুঝবে প্রকৃতি তখন কাঁদছে
কোকিলের ডাক, মেঘের শব্দ
সব দেখা মিলে আষাঢ়ে।
বছর ঘুরে আবার যখন আষাঢ় চলে আসে
কবির গল্পের ছন্দে লক্ষ-কোটি মানুষের মুখে মুখে
আষাঢ় আসে হাসি মুখে।
দেখবে জনতার কোলাহল নতুন জলে
তখন বুঝবো আষাঢ় চলে এসেছে।