প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯
চড়ুইভাতি
আশরাফুজ্জামান কাজী রাসেল

চড়ুইভাতি আশরাফুজ্জামান কাজী রাসেল
বকুলতলে চড়ুইভাতি,
খেলছে শিশুর দল।
আজ দুপুরে সবার মুখে,
হাসি অবিচল।
কেউ রাঁধে ফিরনী সেমাই,
কেউ পাতে দই।
কেউ রাঁধে কোরমা পোলাও,
কেউ ভাজে খই।
কেউ আবার খেয়ে বলে,
লাগবে আরো নুন।
কেউ বা আবার খিলখিলিয়ে
হেসে হলো খুন।