প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১
আমার জন্মভূমি নিরাপদ নয়
এম. আর. হারুন আমার জন্মভূমি নিরাপদ নয়
বিশ্বজুড়ে একটাই সোনার বাংলা
আসলে রোগে-শোকে আক্রান্ত হয়ে
বাংলার ভেতরেই দাম্ভিকতা দরকষাকষি
ছিনতাই, হত্যা, মিথ্যা অপবাদ, বিনাদোষের
মানুষকে অপমান এবং নির্লজ্জের মত ছিনিয়ে
নেয়া প্রাণ এখন নিত্যনৈমত্রিক,
চলছে চারিদিকে বিষণ্নতার কড়ালগ্রাস
মরছে মানুষ রাস্তাঘাটে নিশ্চয়তাহীন,
এই বুঝি আমার জন্মভূমি
এই বুঝি নিরাপদের সোনার বাংলা।বায়ান্নর ভাষা আন্দোলনে শত সহস্র লাশ
স্বাধীনতা ফিরিয়ে আনতে লক্ষ শহিদের আত্মত্যাগ
নব্বইর গণআন্দোলনে নুর হোসেন বুক পেতে দেয়া
লগি বৈঠা, ধাড়ালো অস্ত্রে প্রাণ হারায় সেলাইকর বিশ্বজিৎ,
সত্য প্রকাশে কলমের সৈনিক সাগর রুনি হত্যার নেই অগ্রগতি
দানবীয় সন্ত্রাসের কবলে কতজন প্রাণ হারালো
তার কোনো হিসাব নেই,
জুলাইয়ের ছাত্র-জনতার লাশের বহর চলে ট্যাংকজুড়ে
একটি স্বাধীন পতাকা বার অবমাননা হচ্ছে,
স্কুল কলেজ ভার্সিটি এবং স্বনামধন্য মহিসাসুর মানুষের
নামে খচিত বিশাল বিশাল প্লাটফর্মগুলোর নাম পরিবর্তন
বিবেকের কাছে হেয়পতিপন্ন,
থামাবে কে ওদের, কেবা আছে উচ্চস্বরে বলতে পারে
প্রতিবাদী হলেই জেল না হয় গুম হত্যা।এখন যেভাবে দেশের ক্রান্তিকাল অব্যাহত চলছে
এখানে আমি কি নিরাপদ, নাকি স্বাধীন বাংলার মানুষ
আমার জন্মভূমিতে আমি কি নিরাপদ,
প্রশ্নটা এখানে নয়, লাশের পর লাশ হচ্ছে
বিবেকবান নেতা-নেত্রীগুলো টিভির টকশোতে
বসে ঠাণ্ডা মাথায় প্রশ্ন উত্তর না খুঁজে
চলছে রাগ বিদ্বেষের চরম উৎকণ্ঠা,
দেশের চলমান ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা
দিন দিন বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিস
কেউ খাচ্ছে মাংস রুটি, কেউ-বা অভাবের তাড়না
পান্তা ভাতের সাথে কাঁচা মরিচের ঝাল,
কেটে যাচ্ছে ভয়ে ভয়ে দিনযাপন,
তবে আমরা এতো লাশের বিনিময়ে কী পেলাম,
আমাদের মাঝে বেঁচে থাকার চেয়ে
হারানোর বেদনা ঘাড় মুচকে থাকে,
সোনার বাংলায় যা কাম্য ছিলো না।