প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০৯:১০
একটি পাখি ও মৌন উপাখ্যান

জহিরুল হক বিদ্যুৎ একটি পাখি ও মৌন উপাখ্যান
মানুষ হয়ে জন্মেছি বলে
প্রতিদিন আকাশ ভেঙে নামে রক্তের বৃষ্টি।
রক্তাক্ত প্রান্তরে উঁকি দেয় ক্ষুধার্ত শিশুর মুখ
ডাস্টবিনগুলো যেন বাস্তুহারা মানুষের রুটি
মানুষ হয়ে জন্মানোর এ কী দুঃসহ যন্ত্রণা!
যদি আমি একটি পাখি হতাম,
ডানায় থাকতো হাওয়া ছোঁয়ার অধিকার
আর চোখে থাকতো সীমাহীন বিস্ময়।
আমি উড়ে যেতাম যুদ্ধের মাঠ পেরিয়ে
গৃহহীন ক্ষুধার্ত শিশুর কান্না এড়িয়ে
উড়ে যেতাম দূরের কোনো পাহাড়ি ভোরে
যেখানে মানুষ এখনো পশু হতে শেখেনি।
পাখি হলে গাইতে হতো না জাতীয় সঙ্গীত
বুঝতে হতো না বারুদ আর অস্ত্রের বিকৃত সুখ।