রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ২১:১৯

কচুয়ায় পদ্মা সাংস্কৃতিক সংঘের আত্মপ্রকাশ

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় পদ্মা সাংস্কৃতিক সংঘের আত্মপ্রকাশ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'ঝিলমিল সাংস্কৃতিক সংঘ' বিলুপ্তির পর সংগঠনের কর্মীদের নিয়ে গঠন করা হয়েছে 'পদ্মা সাংস্কৃতিক সংঘ'। রোববার (৯ নভেম্বর ২০২৫) উপজেলার রহিমানগরে পদ্মা সাংস্কৃতিক সংঘের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের সাবেক সাধারণ সম্পাদক মো. আকবর হোসেন মিন্টুকে সভাপতি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মহিউদ্দীনকে সাধারণ সম্পাদক ও এএইচএম ইউনুছ মিয়াজীকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন : সহ-সভাপতি মো. ইমন ও সজীব সূত্রধর, সহ-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন মহন ও মোহাম্মদ মাসুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ, প্রচার সম্পাদক নুরুল ইসলাম নুরু, কোষাধ্যক্ষ শুকরঞ্জন, মহিলা সম্পাদিকা এইচ বি কে হ্যাপি, সম্মানিত সদস্য মো. রাহিম, আবু সুফিয়ান, বিদ্যুৎ চন্দ্র দাস, মো. হোসেন, মোহাম্মদ রাসেল, অর্পিতা রায়, মেহেদী হাসান ও মো. তারেক।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো আকবর হোসেন মিন্টু বলেন, কচুয়ার ঐতিহ্যবাহী সংগঠন ঝিলমিল সাংস্কৃতিক সংঘটি আমাদের সকলের প্রিয় ফরহাদ চৌধুরী ভাইয়ের হাত ধরে গড়ে উঠে এবং ওনার পরামর্শ ও দিকনির্দেশনায় সংগঠনটি দীর্ঘদিন পরিচালিত হয়। গত বছর তাঁর অকাল মৃত্যুতে সংগঠনের শিল্পীরা হতাশ এবং দিকহারা হয়ে পড়ে। আমরা ফরহাদ ভাইয়ের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঝিলমিল সাংস্কৃতিক সংগঠনটি বাঁচিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু ওনার পরিবারের সম্মতি না পাওয়ায় কচুয়ার সংস্কৃতি কর্মীদের টিকিয়ে রাখার জন্যে আমরা আজ 'পদ্মা সাংস্কৃতিক সংঘ' নামে আরেকটি সংগঠনের আত্মপ্রকাশ করি। আজকের এইদিনে সংস্কৃতি কর্মী ফরহাদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করি। পাশাপাশি পদ্মা সাংস্কৃতিক সংঘটি যেনো সফলভাবে পরিচালনা করতে পারি সেজন্যে কচুয়াবাসী তথা চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়