প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০২:১১
শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপিত
বাঙালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন চাঁদপুরের সর্বত্র বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
|আরো খবর
- হাজার হাজার মানুষ হত্যার দায়ে জনতার আদালতে শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে --আল্লামা মামুনুল হক
- বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তরা “গণহত্যাকারী শেখ হাসিনার জন্মদিন যারা পালন করেছে তারাও জুলাই হত্যার শরিক, তাদের ও বিচার হবে”
- হাইমচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ হাসিনার জন্মদিন পালন ॥ প্রধান শিক্ষককে শোকজ
১৯৪৭ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ কন্যা। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
২৮ সেপ্টেম্বর মঙ্গলবার শেখ হাসিনার জন্মদিনটি উৎসব মুখর পরিবেশে পালন করেছে চাঁদপুর জেলা উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।
এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বৃক্ষরোপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর শুভ জম্মদিন পালন করে।
জেলা প্রশাসনও আয়োজন করে অনুষ্ঠানমালার।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বস্ত্র ও ঘর বিতরণ এবং কেক কেটে নেত্রীর জম্মদিন উদযাপন করা হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ এবং চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম দুলাল পাটওয়ারী,পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা যুবলীগ-
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহবায়ক আবু পাটোয়ারী, যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, সহ যুবলীগ নেতা অনেকেই উপস্থিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগ-
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে কেক কেটেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবংসাধারন সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী।জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর জম্মদিন উদযাপনে চাঁদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালী বের করা হয় শহরে।