বুধবার, ০২ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২০, ১৭:৪৯

সিলেটে তিন মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিলেটে তিন মামলায় সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
law
অনলাইন ডেস্ক

করোনা সার্টিফিকেট জাল করার দায়ে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এবার চেক ডিজঅনারের ৩ মামলায় ওয়ারেন্ট জারি করেছেন সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- ১ম আদালত।

রোববার দুপুরে আদালতের বিচারক হারুনুর রশীদ তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন।

এর আগে গত ৩ এপ্রিল ১০ লাখ টাকা করে ২টি চেকে ২০ লাখ ও আরও একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় মোট ৩টি মামলা করেন সিলেটের দরবস্ত এলাকার পাথর ব্যবসায়ী শামসুল মৌলা। তার করা এ ৩টি মামলাতেই সাহেদের বিদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত।

আরও পড়ুন: প্রতারণার কথা স্বীকার করেছেন সাহেদ

শামসুল মৌলা জানান, সাহেদ তার কাছ থেকে পাথর নিয়ে ওই চেকগুলো দিয়েছিলো। তার নিজের স্বাক্ষর করা এ ৩ চেকে ২০ লাখ ৫০ হাজার টাকা। সাহেদ শামসুল মৌলাকে অন্য আরেকজনের নামে আরও একটি চেক দিয়েছিলো। পরবর্তিতে তিনি টাকার জন্য সাহেদের সাথে যোগাযোগ করলে উল্টো হুমকি দেয়।

আরও পড়ুন: প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড

এর প্রেক্ষিতে গত ৩ এপ্রিল সাহেদের বিরুদ্ধে ৩টি চেক ডিজওনার মামলা করেন শামসুল মৌলা। এছাড়া সাহেদের আরেকটি প্রতারণা মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়