শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০০:০১

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

চাঁদপুরের মুকুটে নতুন পালক!

মো. জাকির হোসেন
চাঁদপুরের মুকুটে নতুন পালক!

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসারের সম্মান অর্জন করেছেন চাঁদপুর জেলার জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) চট্টগ্রাম কলেজে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় তিনি এ গৌরবজনক স্বীকৃতি লাভ করেন।

সারা দেশের সব বিভাগে একই দিনে একযোগে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে। এতে বিভাগের বিভিন্ন জেলার জেলা শিক্ষা অফিসাররা অংশগ্রহণ করেন। মূল্যায়নে শিক্ষা প্রশাসনে দক্ষতা, শিক্ষার মানোন্নয়নে অবদান, নেতৃত্বগুণ, উদ্ভাবনী উদ্যোগ এবং সার্বিক কার্যক্রম বিবেচনায় নিয়ে বিচারকরা মোহাম্মদ রুহুল্লাহকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেন।

শ্রেষ্ঠ জেলা শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়ায় চাঁদপুর জেলায় শিক্ষাঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, তার নেতৃত্বে চাঁদপুর জেলায় শিক্ষা ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতামানোন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন,
আলহামদুলিল্লাহ। এই অর্জন একক কোনো ব্যক্তির নয়, বরং চাঁদপুর জেলার শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের সহযোগিতা ও আন্তরিকতার কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আগামী ১৯ জানুয়ারি ২০২৬ ঢাকায় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে তিনি চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্ব করবেন। জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে তিনি সবার দোয়া কামনা করেছেন।

চাঁদপুরের শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, জাতীয় পর্যায়েও তিনি তার দক্ষতা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখে শ্রেষ্ঠত্ব অর্জন করবেন এবং জেলার সম্মান আরও বৃদ্ধি করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়