সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬

স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান, আত্মহত্যার হুমকি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রবাসীর বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান, আত্মহত্যার হুমকি

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে তিনদিন ধরে সৌদি প্রবাসীর বাড়িতে অবস্থান করছেন এক সন্তানের জননী। দাবি আদায় না হলে তিনি চরম পদক্ষেপের হুমকি দিয়েছেন। সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামে এ ঘটনা ঘটেছে।

তরুণী জানান, সংসার করার উদ্দেশ্যে বিয়ে করেছেন তিনি। স্বীকৃতি না পেলে তিনি জীবনঘটিত বড় সিদ্ধান্ত নিতে পারেন বলে জানান।

স্থানীয় মসজিদ কমিটির সভাপতির বক্তব্য অনুযায়ী, তরুণী প্রবাসীর বাড়িতে দাবি আদায়ের অনড় অবস্থান নিয়েছেন। তাদের মধ্যে সম্পর্ক ও বিয়ের বিষয়টি স্থানীয়ভাবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সম্পর্ক বা বিয়ের বিষয়ে পূর্ব ধারণা তাদের ছিলো না।

প্রবাসী হৃদয় মোবাইলে জানান, সম্পর্ক ছিলো তবে বিয়ে অস্বীকার করেন তিনি। মেয়েটির আগের সংসার ও সন্তান থাকার বিষয়টি জানার পরে তিনি সম্পর্ক ছিন্ন করেন বলে জানান।

স্থানীয় রাজনৈতিক নেতার ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে সম্পর্ক ছিলো এবং বিয়ের বিষয়টি ছেলে ও পরিবার অস্বীকার করছে। তবে পরিবারের জানার বিষয়টি আগের থেকেই ছিলো বলে ধারণা করছেন তিনি।

ওই নারী জানান, আগের স্বামীর মাদকাসক্তির কারণে সংসার ভেঙে যায়। পরবর্তীতে কর্মস্থলে হৃদয়ের সঙ্গে সম্পর্ক ও পরিণতি হিসেবে বিয়ের ঘটনাটি ঘটেছে। কাবিননামা হয়নি, তবে দীর্ঘ সময় একসঙ্গে থাকার দাবি করেন তিনি।

তিনি আরও জানান, তাদের বাড়ি নির্মাণের সময় তিন লাখ টাকা দিয়েছেন। কিন্তু হঠাৎ সৌদি যাত্রা ও তাকে অবহিত না করে চলে যাওয়া পরিস্থিতি আরও জটিল করে তোলে।

প্রায় এক মাস আগে তিনি হৃদয়ের গ্রামের বাড়িতে আসেন। পরিবার থেকে অপমান ও প্রতিরোধের মুখে পড়লেও তিনি আবার বাড়িতে অবস্থান নেন। তার দাবি, সংসারের স্বীকৃতি পেলেই তিনি পরিস্থিতি থেকে সরে আসবেন। না হলে তিনি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়