বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৪

শিক্ষকদের কর্মবিরতি, ৭ প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক
শিক্ষকদের কর্মবিরতি, ৭ প্রতিষ্ঠানে পরীক্ষা স্থগিত

চার দফা দাবি আদায়ে কর্মবিরতিতে যোগ দিয়েছেন চাঁদপুরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। ফলে জেলার সাতটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

চাঁদপুর জেলার মোট সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সাতটি। এর মধ্যে সদর উপজেলায় ৩টি, হাইমচরে ২টি এবং মতলবে ২টি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এবং সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সহকারী শিক্ষকরা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।

চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুলের সহকারী শিক্ষক মেহেদী হাসান বলেন, “আমাদের চার দফা দাবি বাস্তবায়ন হলেই আমরা পুনরায় ক্লাসে ফিরবো।”

মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মনির হোসেন বলেন, “আমরা কর্মবিরতিসহ চার দফা দাবি পূরণের দাবি জানাচ্ছি। শিক্ষা উপদেষ্টা দ্রুত পদক্ষেপ নিলে আমরা আবার নিয়মিত পাঠদানে ফিরতে পারবো।”

একই অবস্থান জানিয়েছেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান। তিনি বলেন, “কর্মবিরতির কারণে আজ পরীক্ষাও স্থগিত রাখতে হয়েছে। আমরা এমন পরিস্থিতি চাই না। দ্রুত দাবি বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী সমাধানের প্রত্যাশা করছি।

শিক্ষকরা জানান, চার দফা দাবি মেনে নেওয়া হলে পরদিন থেকেই তারা কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক ক্লাসে ফিরবেন। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। সূত্র : বাণিজ্য প্রতিদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়