বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭

মতলবে সহকারী শিক্ষকদের কর্মবিরতি সত্ত্বেও শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছেন

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে সহকারী শিক্ষকদের কর্মবিরতি সত্ত্বেও শিক্ষা অফিসার ও প্রধান শিক্ষক পরীক্ষা নিচ্ছেন
সহকারী শিক্ষকদের কর্মবিরতিতে মতলব মডেল সপ্রাবিতে পরীক্ষা নিচ্ছেন উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল হাই ও প্রধান শিক্ষিকা সুইটি শিরিন। ছবি : রেদওয়ান আহমেদ জাকির।
সারাদেশসহ মতলব দক্ষিণ উপজেলা সদরে সহকারী শিক্ষকদের কর্মবিরতি থাকা সত্ত্বেও সদর ক্লাস্টারের ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ওই বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হাই ও প্রধান শিক্ষিকা সুইটি শিরিন কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরীক্ষা নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুইটি শিরিন জানান, বছর শেষে এ ক্রান্তিলগ্নে সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। কোমলমতি শিক্ষার্থীদের মানসিকতা বিকাশের স্বার্থ বিবেচনা করে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা নিচ্ছি। আমাকে সার্বিক সহযোগিতা করছেন মতলব দক্ষিণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
মো. আব্দুল হাইসহ অভিভাবকবৃন্দ ও পিটিআই সদস্যবৃন্দ।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, সারাদেশে সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি চলছে। আমাদের সরকারের নির্ধারিত সিডিউল কাজ তৃতীয় প্রান্তিক মূল্যায়ন হুমকির মুখে পড়ছে। যেহেতু এ মডেল স্কুলটি অত্র উপজেলার প্রতিনিধিত্ব করে, আমি বাধ্য হয়ে প্রধান শিক্ষকদের মাধ্যমে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীরা যথাসময়ে পরীক্ষা দিতে ব্যর্থ হলে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। যারা সহযোগিতা করছে সকলকে ধন্যবাদ।
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়