শনিবার, ১৭ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৭:৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন : উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন : উপাচার্য
চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন।

শুক্রবার (১৬ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে সকাল ১১ টায় চাঁদপুর জেলা স্টুডেন্টস' অ্যাসোসিয়েশন, চবি'র নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইকরাম আনসার তুহিন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী মান্না ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আ ন ম শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মনির হোসেন, মোহাম্মদ হাসনাতুজ্জামান ও মো. মহিউদ্দিন মুন্সী। এ সময় ছাত্র উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন জাহিদ, সংগঠনটির ৮ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. শামীম মিজি, ৯ম সভাপতি মো. হাবিবুল হাসান, ৯ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ হিমু, ১০ম সভাপতি মুহাম্মদ ফারুকুল ইসলাম, ১২ তম সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ১২ তম সহ-সভাপতি মো. মেজবাহ উদ্দিন খান ও মুহিব উল্যাহ।

চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমি যখন ভর্তি পরীক্ষার সময় কাটাপাহাড় দিয়ে যাই, তখন দেখি চাঁদপুরের শিক্ষার্থীরা বুথ বসিয়ে, গেঞ্জি পরে ভর্তি পরীক্ষার্থীদের জন্যে কাজ করছে। তারা আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় কাজ করে, নিজের বেডে থাকতে দেয়, তাদের সকল ধরনের সার্বিক সহযোগিতা করে। এছাড়া তারা শিক্ষার্থীদের জন্যে নানামুখী কার্যক্রম পরিচালনা করে। আমি তাদের কাজে অভিভূত।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর খুব অল্প সংখ্যক শিক্ষার্থীকে ভর্তির সুযোগ দিতে পারি। তার মধ্যে তোমরা জায়গা পেয়েছো, যেটা অত্যন্ত আনন্দ এবং গৌরবের। আমি এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আছি, এখন এই ক্যাম্পাসকে আপন করে নিয়েছি। তার মধ্যে সবচেয়ে আপন চাঁদপুরের মানুষজন। আমি সংগঠনটির সাথে আছি, ভবিষ্যতেও থাকবো।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. ইলিয়াস এবং সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।

উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায় সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ করে নেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়