প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৪
ইয়াবা চিবিয়ে নষ্ট করেও রক্ষা পেলো না মাদক কারবারি

মৌলভীবাজারের রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্তে ইয়াবা চিবিয়ে নষ্ট করার পরও রক্ষা পেলো না মাদক কারবারি। ধরা পড়তেই হলো পুলিশের হাতে।
|আরো খবর
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে ডিবির এসআই আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে একটি টিম রাজনগর উপজেলার পুদিনাপুর এলাকার মাদক কারবারিকে ধরতে গেলে মাদক কারবারি আলী হোসেন (৪১) পুলিশ দেখে ইয়াবা মুখে পুরে চিবিয়ে নষ্ট করে দেয়। পরে আলী হোসেনকে আটক করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটক করার সময় আলী হোসেন তার ডান হাতে থাকা একটি নীল রঙের পলিব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মুখ থেকে উদ্ধার করা ভাঙ্গা ও গুঁড়ো অবস্থার কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ছিলো ৬ গ্রাম।
তিনি আরও জানান, 'সিডিএমএস যাচাইয়ে আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। বুধবারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১)-এর সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।'