বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

প্রতাপ সাহা রোডের দুরবস্থা পরিদর্শনে জেলা প্রশাসক

কবির হোসেন মিজি।।
প্রতাপ সাহা রোডের দুরবস্থা পরিদর্শনে  জেলা প্রশাসক

চাঁদপুর শহরের দীর্ঘ বছরের অবহেলিত প্রতাপ সাহা রোডের দুরবস্থা সরজমিনে দেখতে গিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জেলা প্রশাসক শহরের আলীম পাড়া-প্রতাপসাহা রোড এলাকার বিভিন্ন স্থান ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সড়কটির খানাখন্দ ও কাদা-পানি জমে থাকা স্থান এবং খোলা ড্রেনের সমস্যাগুলো দেখেন। তিনি স্থানীয়দের কাছে সরাসরি ভোগান্তির কথা শোনেন এবং সড়ক সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।

এলাকাবাসী জানান, কয়েক যুগ ধরে প্রতাপসাহা রোড সংস্কারের কোনো উদ্যোগ নেয়া হয়নি। প্রতিশ্রুতি পেলেও কাজ হয়নি। কয়েক যুগ এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। সড়কটি সংস্কার হলে যেমনি এলাকাবাসী ভোগান্তি থেকে মুক্তি পাবে, তেমনি সড়কটি দিয়ে যানবাহন অনায়াসে চলাচল করলে শহরের প্রধান সড়কের যানজট কিছুটা কমবে।

উল্লেখ্য, কিছুদিন আগে দৈনিক চাঁদপুর কণ্ঠে 'চাঁদপুর শহরের সবচেয়ে অবহেলিত প্রতাপসাহ রোড।। কয়েক যুগেও হয়নি সংস্কার' শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। তারই প্রেক্ষিতে এবং স্থানীয়দের আবেদনের আলোকে পৌর কর্তৃপক্ষের টনক নড়ে। সে সুবাদেই স্বয়ং জেলা প্রশাসক সশরীরে এই পরিদর্শনে আসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়