শনিবার, ২২ মার্চ, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০২:৩৭

চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান অনুষ্ঠান
বৃত্তিপ্রাপ্তদের সাথে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, প্রধান অতিথি মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান ও বিশেষ অতিথিবৃন্দ।

বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) চাঁদপুর সরকারি মহিলা কলেজের অডিটোরিয়ামে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং অনার্স ১ম বর্ষ নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ‘মরহুমা আয়েশা খাতুন শিক্ষাবৃত্তি’ ও ‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ইংরেজি বিভাগের প্রভাষক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃত্তিদাতা পরিবারের সদস্য ডা. মোবারক হোসেন চৌধুরী, ডা. এস এম সহিদ উল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক জীবন কানাই সাহা ও শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ এনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন সকল শিক্ষক, অভিভাবক, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান নারী শিক্ষার ক্ষেত্রে সহযোগিতার জন্য বৃত্তি প্রদানকারী পরিবারকে ধন্যবাদ জানান। বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের প্রস্তুত করে এগিয়ে আসার জন্যে শিক্ষার্থীদের আহ্বান জানান।

প্রধান অতিথি মার্কিন প্রবাসী মোহাম্মদ রফিকুর রহমান বলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষত জাতি দিবো, বলেছেন নেপোলিয়ান বোনাপার্ট। আমি এজন্যে বৃত্তি দিতে এই নারী শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সামনে আরো সাফল্য অর্জন করবে।

'মরহুমা আয়েশা খাতুন শিক্ষা বৃত্তি'প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা হলো : হুমায়রা, নওশিন জাহান, তাহিয়াত নূরেন, মাহমুদা আক্তার সুবর্ণা, আয়েশা আক্তার নূপুর, জাকা কাসাস, সামিয়া বিনতে নাসির, নাহিদা আক্তার ও ফাহমিদা আক্তার নিমু; মানবিক বিভাগের শিক্ষার্থীরা হলো : জান্নাতুল নাঈম তাবাস্সুম, সারা আকবর, সানজানা মুনতাহা মম, সাহারা আক্তার, সামসুন নাহার অথৈ, লামিয়া ইসলাম, খাদিজা আক্তার, ইলমা আক্তার ইভা ও কানিজ ফাতেমা মিম। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা হলো : রুপা দাস, জাহারা জেরিন, ইমা আক্তার, অপি ঘোষ, ইসরাত জাহান, তাহসিন, পূর্ণা মজুমদার, ওয়াছিফা জাহিদ, নিপা রাণী রায়।

‘মরহুম আব্দুর রহমান শিক্ষাবৃত্তি’ প্রাপ্ত বাংলা বিভাগের শিক্ষার্থীরা হলো : সুপ্তি দেবনাথ, মিস ফাতেমা ও রুহানা ইসরাত; ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা হলো : কামরুন নাহার পার্জু, রাবেয়া আক্তার ও উম্মে সিদ্দিকা; ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা হলো : মিথিলা রহমান মিম, তানজিলা আক্তার ও হীরা আক্তার; সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা হলো : সুরাইয়া আক্তার সামিয়া, ফারজানা আক্তার ও মিতু সরকার। সর্বমোট ৩৯ জনকে মোট এক লক্ষ বিশ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়