মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৯:১৫

ইকরা মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ

অনলাইন ডেস্ক
ইকরা মডেল একাডেমির  বার্ষিক পরীক্ষার  ফলাফল প্রকাশ ও মা সমাবেশ
চাঁদপুর ইকরা মডেল একাডেমির ২০২৪- এর বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশে সংবর্ধিত অতিথি বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিক মোশারফ হোসেনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হচ্ছে।

চাঁদপুর শহরের শিশু শিক্ষার অনন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মা সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) সকালে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলার সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেন পাটোয়ারী। ইকরা মডেল একাডেমির প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন ও লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালির প্রেসিডেন্ট লায়ন মো. খোরশেদ আলম বাবুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমি পরিচালনা কমিটির সভাপতি লায়ন মো. গোলাম হোসেন টিটু। বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মো. মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মান্নান খান কাজল ও মো. শফিকুর রহমান পাটোয়ারী ফিরোজ। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মমতাজ বেগম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার। অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ফাউন্ডেশন হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়। সে ফাউন্ডেশন হচ্ছে ভালো প্রাথমিক বিদ্যালয়। কারণ ফাউন্ডেশন মজবুত না হলে সে শিক্ষার স্থায়িত্ব থাকে না। আমরা যদি আমাদের সন্তানদের ছোটবেলা থেকেই সঠিকভাবে গড়ে তুলতে পারি, তবে তার ভবিষ্যৎ হবে উজ্জ্বল। আর যদি ভুলভাবে তাকে গড়ে তুলি, তবে তার খেসারত আমাদেরকে এবং আমাদের সন্তানকে দিতে হবে। বক্তারা আরো বলেন, আমরা আমাদের সন্তানদের শিক্ষিত করার জন্যে অনেক পরিশ্রম করি। কিন্তু তাকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে ততোটা পরিশ্রম করি না। বেশিরভাগ বাবা- মা চায় তার সন্তান বড়ো কোনো চাকরিজীবী অথবা ব্যবসায়ী হোক। কিন্তু এর চেয়ে বেশি প্রয়োজন তার সন্তান একজন ভালো এবং মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠুক। সন্তান ভালো মানুষ না হলে, তার মা-বাবাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে থাকতে হয়। বক্তারা বলেন, চাঁদপুর শহরে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে অন্যতম সেরা ইকরা মডেল একাডেমি। এই প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম এবং শিশুদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। আমরা এই প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সহকারী প্রধান শিক্ষক আসমা খানম, সিনিয়র শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, সহকারী শিক্ষক নাজমুন নাহার মিলি, রাহিমা আক্তার, রেজাউল করিম, হ্যাপি আক্তার, রুই আজমানিকা, মরিয়ম খানম, শাহিনা খানম, শিল্পী আক্তার, ইসমাইল হোসেন, নাসরিন আক্তার, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার ও সুমিত কুমার দত্ত। ক্যাপশন : চাঁদপুর ইকরা মডেল একাডেমির ২০২৪- এর বার্ষিক পরীক্ষার ফলাফল উন্মোচন করছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা সহকারী শিক্ষা অফিসার মো. জাকির হোসেন পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়