রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫

হাজীগঞ্জে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কর্মকর্তা ও শিক্ষক হলেন যারা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, কর্মকর্তা ও শিক্ষক  হলেন যারা

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪’ প্রদানে হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ ও মহিলা), শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ ও মহিলা) ও শ্রেষ্ঠ কাব শিক্ষকের নাম ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরীর স্বাক্ষরিত একপত্রে সংশ্লিষ্টদের নাম ঘোষণা করা হয়।

জানা গেছে, উপজেলার শ্রেষ্ঠ সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনিছুর রহমান। এছাড়াও উপজেলার ১৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসূল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার।

অপর দিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (পুরুষ) নির্বাচিত হয়েছেন, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহীউদ্দিন পাঠান ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক (মহিলা) রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়েশা আক্তার মুন্নী এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হয়েছেন গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসন্তী রায়।

জানা গেছে, শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটির তাদেরকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিতরা জেলা পর্যায়ে প্রতিদ্ব›দ্ধীতা করবেন। তারা জেলা পর্যায়ে নির্বাচিত হলে বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে নির্বাচিত হলে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়