রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:০৫

ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার : নিজের নামেই হোক পরিচয়

স্টাফ রিপোর্টার
ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার : নিজের নামেই হোক পরিচয়

দেশজুড়ে ধীরে ধীরে বদলে যাচ্ছে পরিবারে নারীর ভূমিকা। কন্যা, বোন, স্ত্রী বা মা হওয়ার পাশাপাশি তাদের অনেকেই এখন পরিবারের অন্যতম প্রধান উপার্জনকারী সদস্য। বিশেষ করে করোনা মহামারির সময়ে গৃহিণীরা পরিবারে নতুন নতুন ভূমিকা পালন করেছেন। মহামারিকে কাজে লাগিয়ে নতুন করে তৈরি করেছেন নিজেদের। বিভিন্ন উপায়ে উপার্জনের মাধ্যমে পরিবারের ও নিজের অর্থনৈতিক অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছেন।

তাদের মধ্যেই কেউ প্রয়োজনে কেউ বা শখের বসে নিজেদের তৈরি করা কেক-মিষ্টি বিক্রি করছেন অনলাইনে বা অফলাইনে। হয়ে উঠছেন জনপ্রিয়। কোনো মায়ের ভালোবাসার ছোঁয়ায় তৈরি মিষ্টি চলে যাচ্ছে আরও অনেক মায়েদের ঘরে। ফলে শুধু অর্থনৈতিকই নয় বরং সামাজিকভাবেও সমৃদ্ধ হচ্ছে প্রতিটি নারী, প্রতিটি পরিবার। ছড়িয়ে পড়ছে তাঁদের নাম আর গুণের কথা। আর এসব নারীদের পছন্দের সঙ্গী হয়ে তাদের হাতকে আরও শক্তিশালী করতে নিউজিল্যান্ড ডেইরি বাজারে নিয়ে এসেছে ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার। এই গুঁড়ো দুধ আসে বিশ্বখ্যাত ডেইরি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফন্টেরা লিমিটেড, নিউজিল্যান্ড থেকে। যাতে থাকে সর্বোচ্চ গুণ ও মানের নিশ্চয়তা। তাছাড়া ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডারের ইউনিক ফর্মুলেশন কেক, মিষ্টি ইত্যাদি ডেজার্টে দেয় অনন্য ও অতুলনীয় টেস্ট-খুবই সাশ্রয়ী মূল্যে।

শুধু সাশ্রয়ী মূল্যে গুণগতমানসম্পন্ন পণ্যই নয়, বরং নিউজিল্যান্ড ডেইরি নারীদের আরও এগিয়ে দিতে হাতে নিয়েছে নতুন প্রকল্প। এর মাধ্যমে ৩৬ হাজার পরিবার থেকে বেছে নেওয়া হবে ৩ হাজার নারীকে, যাদের বিশেষভাবে উদোক্তা হবার দিকনির্দেশনা দিবে নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড। সঠিক দিক নির্দেশনা, নিজের দক্ষতা আর সর্বোৎকৃষ্ট পণ্যের শক্তিতে এসব নারীর পরিচিত হবেন নিজের গুণে, নিজের নামে।

এরই ধারাবাহিকতায় ১৯ সেপ্টেম্বর রোববার বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত 'ফার্মল্যান্ড' ফুল ক্রিম মিল্ক পাউডার আয়োজিত 'নিজের নামেই হোক পরিচয়' অনুষ্ঠানটি হয়ে গেল চাঁদপুরের প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্রান্ড-মার্কেটিং টিমের কিশোর ভৌমিক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডে-এর চাঁদপুরের পরিবেশক তমাল কুমার ঘোষ, ভাইস প্রেসিডেন্ট, চেম্বার অফ কমার্স, চাঁদপুর। আরও উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্রান্ড টিমের মোঃ রায়হান মাহমুদ এরিয়া সেলস ম্যানেজার জয়নাল আবেদিন বাবলু এবং অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠান আলোকিত করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিকা আমিন। অনুষ্ঠানে শতাধিক ভবিষ্যৎ নারী উদোক্তাদের দিক নির্দেশনা দেন নারী উদোক্তা ও বিশিষ্ট শেফ মুমতাহিনা জেফরিন। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রিজিওনাল সেলস ম্যানেজার এএসএম মামুন।

এভাবেই নিজ-গুণে নিজ-প্রতিভায় সামনে এসে এগিয়ে যেতে থাকুক নারীরা। শুধু স্ত্রী, কন্যা বা মা পরিচয়ের বাইরে নিজের নামেও তারা পরিচিত হোন। নিউজিল্যান্ড ডেইরির 'ফার্মল্যান্ড' ফুল ক্রিম মিল্ক পাউডার-এর পক্ষ থেকে এই শুভকামনা সবসময়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়