শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?
  •   শ্রীনগর কাঁপছে

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ২০:১৩

কচুয়ায় সয়াবিন তেলের সংকট : ভোক্তা সাধারণের ভোগান্তি

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় সয়াবিন তেলের সংকট : ভোক্তা সাধারণের ভোগান্তি

কচুয়া বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর ২০২৪) কচুয়া বাজার ঘুরে দেখা গেছে, একমাসেরও বেশি সময় ধরে বেশিরভাগ কোম্পানির সয়াবিন তেলের বাজারে সরবরাহ নেই। সাধারণত বাজারে তীর, রুপচাঁদা, বসুন্ধরা তেলের চাহিদা বেশি। তবে ভোক্তাদের চাহিদানুযায়ী সয়াবিন তেলের চাহিদা অপ্রতুল। খোলা সয়াবিন বর্তমানে প্রতি লিটার ১শ’ ৮৫ টাকা ধরে বিক্রি করতে দেখা গেছে। রুপচাঁদা কোম্পানির ডিলার আবু মুছা জানান, তেলের জন্যে আমি এক মাস পূর্বে কোম্পানির নামে ডিডি করে মালের চাহিদাপত্র পাঠিয়েছি। কিন্তু কোম্পানি কোনো প্রকার তেল সরবরাহ করছে না। ফলে বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। অনুরূপভাবে বসুন্ধরা কোম্পানির তেলও বাজারে নেই। অপরদিকে সিটি গ্রুপের ডিলার গণেশ ধাম জানান, আমরা তীর তেল ডেলিভারি দেই। বাজারে অন্য কোম্পানির তেল না থাকায় এ সমস্য দেখা দিয়েছে। ভোক্তারা খাওয়ার তেলের সংকট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী জানান, সয়াবিন তেলের সংকট রয়েছে। আমরা ডিলারদের তেল সংগ্রহ করে সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা প্রদান করেছি। আশা করছি খুব সহসাই ভোক্তাদের তেলের সংকট কেটে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়