শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১৭:৫৯

বিজ্ঞান মেলায় তিনটি বিভাগে প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি

কামরুজ্জামান টুটুল
বিজ্ঞান মেলায় তিনটি বিভাগে প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি

হাজীগঞ্জে  সম্প্রতি শেষ হলো দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা। মেলা শেষে ফলাফলে  জুনিয়র গ্রুপের প্রত্যেক বিভাগে প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দল। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তিনটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবকটিতে প্রথম স্থান অর্জন করে । 

এদিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ- ২০২৪ উপলক্ষ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড, ৮ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জুনিয়র গ্রুপে বিজ্ঞান প্রজেক্ট, বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তিনটি বিভাগে অংশগ্রহণ করে সবকটিতেই প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে।

মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদরাসা) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলসহ অন্যান্য অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন, বিজয়ী শিক্ষার্থীরা। 

জানা গেছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোরশেদ আলমের নেতৃত্বে তার দল বিজ্ঞান প্রজেক্টে অংশগ্রহণ করে প্রথম হয় ও বিজ্ঞান কুইজে মোহাম্মদ মাহিয়ান জিসান চৌধুরী, রুবাইয়াত ফেরদৌস ও মোহাম্মদ নুরুজ্জামান খান প্রথম হয় এবং বিজ্ঞান অলিম্পিয়াডে মোহাম্মদ নুরুজ্জামান খান প্রথম, মোহাম্মদ মাহিয়ান জিসান চৌধুরী তৃতীয় ও রুবাইয়াত ফেরদাউস চতুর্থ স্থান অর্জন করে। 

বিজয়ী শিক্ষার্থীরা আগামি দিনে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এদিকে বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপের তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, অধ্যক্ষ মো. আবু ছাইদ। তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের জন্য সকলের দোয়া কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়