শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৯:২১

চাঁদপুর চেম্বার অব কমার্স ও সুধীজনের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুর জেলাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য করে তোলাই জেলা পুলিশের ভিশন

------------------সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম (সেবা)

চাঁদপুর জেলাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য করে তোলাই জেলা পুলিশের ভিশন
স্টাফ রিপোর্টার

৭ আগস্ট সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে চাঁদপুর চেম্বার অব কমার্স ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম (সেবা)। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়ের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম, বিপিএম (সেবা)। মতবিনিময় সভায় তিনি উপস্থিত সকলের সাথে পরিচিত হন। এরপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে বলেন, চাঁদপুর একটি শান্তিপূর্ণ শহর। এখানে সকলে মিলেমিশে বসবাস করে। সুধীজনের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে জড়িত। এই জেলায় এসে বুজতে পেরেছি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমাদেরও একটি টার্গেট আছে। আরো ভালো সেবা কিভাবে মানুষকে দিতে পারবো। তিনি আরো বলেন, চাঁদপুর জেলাকে অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের ভিশন। দেশের অগ্রগতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রণ করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, জঙ্গিবাদ প্রতিরোধ, কিশোর গ্যাং, ইভটিজিং, যানজট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশকে জনগণের আস্থার স্থল হিসেবে আরো কার্যকরী করতে হবে।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ পুলিশ সুপারের নিকট বিভিন্ন সম্ভাবনা ও সমস্যার কথা তুলে ধরেন। পুলিশ সুপারও নেতৃবৃন্দকে আশ্বাস দেন যদি কোনো সমস্যা থাকে আমাদের অবগত করলে আমরা সেগুলো সমাধানের ব্যবস্থা নেবো। সভায় বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ ও পরিচালক পরেশ চন্দ্র মালাকার। এরপর নবাগত পুলিশ সুপারকে চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, ডিআইও-১ মনিরুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের ডাঃ বিশ^নাথ পোদ্দার, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম, আইটি কর্মকর্তা উজ্জ্বল হোসাইন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চৌধুরী, নেপাল চন্দ্র সাহা, লিটন সাহা, কার্তিক সাহা, চেম্বারের সচিব টুটুল মজুমদার, সুধীজনসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়