শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৮:৫৪

কোরবানির বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

ঈদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার

স্টাফ রিপোর্টার
কোরবানির বিভিন্ন পশুর হাট পরিদর্শনে পুলিশ সুপার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর জেলার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম,বিপিএম,পিপিএম (বার)।

শনিবার (১৫ জুন) তিনি সরজমিনে কোরবানির পশুর হাটগুলো পর্যবেক্ষণ করেন।

চাঁদপুর জেলায় ১৬৫টি কোরবারিন পশুর হাট ইতিমধ্যে বসেছে এবার। এসব বাজারগুলোতে আইন- শৃখলা রক্ষায় কাজ করছে জেলা পুলিশ, চাঁদপুর।

পরিদর্শনকালে পশুর হাটের ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতার সহিত কথা বলেন পুলিশ সুপার।

এসময় ইজারাদার, ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন,হাটের পশু বিক্রয়কৃত টাকা কেউ যদি পুলিশ পাহারায় বাড়ি নিয়ে যেতে ইচ্ছে পোষণ করেন তাহলে জেলা পুলিশ আপনাকে নিরাপদে পুলিশ পাহারায় আপনার বাড়ি অথবা গন্তব্যস্থলে পৌঁছে দিবে। হাটের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। প্রতিটি কোরবানি পশুর হাটের নিরাপত্তায় থানার নিয়মিত মোবাইল টিমের পাশাপাশি রয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশী ব্যবস্থা, ওয়াচ টাওয়ার, মেডিকেল ক্যাম্প, মানি এস্কর্ট ও নিজস্ব স্বেচ্ছাসেবক ব্যবস্থা।

এছাড়া যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি সম্পর্কে অবগত করতে পুলিশ কন্ট্রোল রুম, চাঁদপুরের মোবাইল নাম্বারঃ ০১৩২০-১১৬৮৯৮ সহিত যোগাযোগ করুন।

কোরবানির পশুরহাট পরিদর্শন কালে

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়