প্রকাশ : ০৪ এপ্রিল ২০২২, ১৯:৫৩
সুজাতপুর জনতা ব্যাংক শাখায় প্রায় ৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও প্রতারক চক্র
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত জনতা ব্যাংকের শাখায় প্রতারণা করে প্রায় ৫ লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র। ৪ এপ্রিল সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার ১১টার দিকে সুজাতপুর জনতা ব্যাংক শাখায় টাকা আদান প্রদান করতে লোক বেশি ছিল। সেই ফাকে প্রতারক চক্রের ৬ সদস্য ডুকে গিয়ে লাইনে দাঁড়ায়। লাইনে গিয়ে তারা বিদেশ থেকে রেমিট্যান্সের টাকা এসেছে বলে দাবী করে। এভাবে ৬ জনের মধ্যে ৫ জনকে টাকা দিয়েছে। প্রত্যকের টাকার পরিমান ছিল প্রায় ১ লাখের মতো করে। পরে ৬ষ্ঠ নাম্বার ব্যক্তিকে টাকা দিতে গিয়ে তাদের সন্দেহ হয়। পরে ব্যাংকের সকল কর্মকর্তা একত্রিত হয়ে হিসাব করতে গেলে হিসেবে গড়মিল পায়। পরে ব্যাংকের কর্মকর্তারা নিজেদের থেকে ঘাটতি পূরণ করে হিসাব পরিপূর্ণ করে।
|আরো খবর
এ বিষয়ে সুজাতপুর জনতা ব্যাংক শাখার ম্যানেজার বলেন, আসলে আমাদের অসাবধানতার কারনে এরকম ঘটনা ঘটেছে। আমরা কর্মকর্তারা মিলে এ ঘাটতি পূরণ করেছি। এ বিষয় নিয়ে কোন বাড়াবাড়ি করতে চাই না।