শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ মার্চ ২০২২, ১৮:৩৩

মতলবে ৫৬লিটার সয়াবিন তেল জব্দ : ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ৫৬লিটার সয়াবিন তেল জব্দ : ৫টি প্রতিষ্ঠানে জরিমানা

মতলব সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লিটার অবৈধ সয়াবিন তেল জব্ধ ও ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৫ মার্চ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া এ জরিমানা করেন।

জানা যায়, ওই মতলব সদর বাজারের হাজী নসু স্টোরকে ২হাজার, নারায়ন স্টোরকে ২হাজার, সুনিল চন্দ্র ঘোষের দোকানে ৩হাজার, রেজাউল করিমের দোকানে ৩হাজার এবং ফয়েজ স্টোরে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিভিন্ন কোম্পানির বোতলজাত সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে দোকানে সাজিয়ে রাখার কারণে একটি মুদি দোকানের ৫৬ লিটার সয়াবিন তেল জব্দ করা হয় এবং জব্দকৃত সয়াবিন তেল স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় বাজার মার্কেটিং অফিসারসহ মতলব দক্ষিণ থানার এসআই রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়–য়া জানান, ভোক্তার অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়েছে। এছাড়াও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়