রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ২০:৫৬

হাজীগঞ্জে লকডাউনে বিধি-নিষেধ না মানায় ৩ দিনে ১১ মামলা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে লকডাউনে বিধি-নিষেধ না মানায় ৩ দিনে ১১ মামলা

করোনা সংক্রামন রোধে চলমান লকডাউনেন বিধিনিষেধ না মানার কারনে হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে নির্বাহী ম্যাজিষ্ট্রট তথা উপজেলা নিবর্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। গত ৩ দিনে উক্ত আদালতে ১১ টি মামলায় ৪২শ টাকা জরিমানা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকার ঘোষিত কঠোর লকডাউন নিশ্চিতকরণ ও জনসচেতনতার লক্ষে উপজেলা প্রশাসন হাজীগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এর মধ্যে ৩ জুলাই শনিবার লকডাউনের বিধি নিষেধ না মানা, স্বাস্থ্যবিধি না মানাসহ মাস্ক পরিধান না করায় ৪ মামলায় ৪ জনকে নগদ ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।

এর আগে গতকাল ২ জুলাই শুক্রবার একই আদালত একই কারনে ৪ মামলায় ৪ জনকে নগদ ২ হাজার ৭০০ টাকা ও গত ১ জুলাই বৃহস্পতিবার ৩ মামলা ৩ জনকে নগদ ৫০০ টাকা জরিমানা করেন।

জনসচেতনতায় ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহৃত থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার চাঁদপুর কন্ঠকে জানান। আদালত পরিচালনাকালে উপিস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ সঙ্গীয় ফোর্স।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়