প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২১, ২৩:৫৮
চাঁদপুর গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।
|আরো খবর
জানা যায়, মকবুল আহমদ বেপারী ২৯ আগস্ট ১৯৯৩ সালে ৪০৬২নং দলিলে মোঃ মজিবুল হক গংয়ের নিকট হতে সম্পক্তি ক্রয় করে ভোগ দখল করে আসেন। যার দাগ নং ৪৫৭ হালে ৯৬৯ দাগে ১৯.৫০ শতক ভূমি। কিন্তু মকবুল আহমদ বেপারী ৫ নভেম্বর ১৯৯৭ সালে হাজেরা বেগম (প্রতি মিজানুর রহমান মোল্লা)-এর নিকট বিক্রি করেন। একটি চক্র এ সম্পক্তি তাদের বলে দাবি করে। এমনকি ছায়েরা বেগমকে দিয়ে মকবুল আহমদ বেপারীসহ ৬ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।
একটি সূত্র জানায়, একটি কুচক্রী মহল উক্ত সম্পত্তি নিয়ে দু পরিবারের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে ও মামলা করিয়ে ফায়দা লুটার চেষ্টা করে আসছে। এ নিয়ে এলাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সচেতন মহল।
মোঃ মকবুল আহমদ বেপারী বলেন, আমার ক্রয়কৃত সম্পক্তি আমি বিক্রি করেছি। অন্যের সম্পক্তি বিক্রি করি নি। বৃদ্ধ বয়সে আমাকে জড়িয়ে ৬ জনকে আসামি করে ছায়েরা বেগমকে দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করিয়েছে। একটি মহলের ইন্ধনে তারা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আল্লাহ তাদের বিচার করবেন।