প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ২১:৪৫
৩০ হাজার টাকার ড্রেজারে ৫০ হাজার টাকা জরিমানা
শ্যালো মেশিন দিয়ে স্থানীয় হাতে তৈরি করা হয় ড্রেজার মেশিন। হাতে তৈরি ড্রেজার মেশিন দিয়ে দিনের পর দিন কেটে ফেলছে কৃষি জমির মাটি আর ভরাট করা হচ্ছে পুকুর। এভাবেই এসব ড্রেজার পরিবেশের হয়ে উঠছে আত্মঘাতী। এ রকম হাতে তৈরি ড্রেজার মেশিন জব্দসহ এর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে। আজ ১৩ জুলাই বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
|আরো খবর
এর আগে গত ৭ জুলাই বুধবার বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মাঠ থেকে আরেকটি ড্রেজার জব্দসহ ঐ মালিককে ৫০ হাজার জরিমানা করেন একই আদালত। খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর কৃষি মাঠের কৃষি জমির চারদিকে পাড় বেধে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক আরিফকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫ (১) ও ১৫ (১) ধারা অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় আদালত এই ড্রেজারটি জব্দ করে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনসহ সঙ্গীয় ফোর্স।