প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২২:০৫
হাজীগঞ্জে ড্রেজার জব্দ কালে সহ-তহশিলদারকে নাজেহাল
হাজীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ড্রেজার মেশিন বন্ধ করতে গিয়ে ড্রেজার মালিকের কাছে নাজেহাল হয়েছেন ইউনিয়ন সহকারী তহসিলদার। তহশিলদারের উপর হামলা ঘটনা শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাটি ঘটে আজ ৮ জুলাই বৃহস্পতিবার উপজেলার রাজারগাঁও ইউনিয়নে।
|আরো খবর
স্থানীয়রা জানান, রাজারগাঁওয়ের সোনা গাজীর ছেলে ড্রেজার ব্যবসায়ী সেলিম মিজি প্রকাশ কেরপা মিজান দীর্ঘদিন রাজারগাঁও ইউনিয়নের বিভিন্ন জমিতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলে।
এ বিষয়ে অভিযোগ জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার স্থানীয় সহকারি তহশিলদার মাসুদকে ড্রেজারটি বন্ধ করার নির্দেশ দেন। মাসুদ ঘটনাস্থলে ড্রেজারটি বন্ধ করার নির্দেশ দিতে গেলে কেরপা মিজান দলবল নিয়ে মাসুদের উপর হামলা করে। তার মোবাইল ছিনিয়ে নেয় এবং তাকে মারধর করে।
এ ঘটনায় অভিযুক্ত সেলিম মিজি ওরফে কেরপা মিজান মুঠোফোনে জানান, তহসিলদার সকালে নিষেধ করার পরে আমরা ড্রেজারের পাইপ খুলে ফেলেছি তারপরে ও তিনি আমার নামে অফিসারের কাছে মিথ্যে কথা বলেছেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী জানান,সরকারি লোককে মারধরের ঘটনা লোকমুখে শুনে ঘটনাস্থলে গিয়ে ড্রেজার বন্ধ করে দিয়েছি। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার মুঠো ফোনে জানান,এ বিষয়ে মামলা দায়েরের প্রস্ততি চলছে