প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ২১:৪৩
শ্রীনগর উপজেলার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
![শ্রীনগর উপজেলার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ](/assets/news_photos/2021/10/27/image-8021-1635349550bdjournal.jpg)
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হয়েছে ২৭ অক্টোবর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় হতে। প্রতীক প্রাপ্তরা হলো : বাড়ৈখালি মোঃ ফারুক হোসেন নৌকা, শেখ হাফিজুর রহমান আনারস, কাঞ্চন বাবু ঘোড়া, হাসারা- আহসান হাবীব নৌকা, আব্বাস মাঝি হাতপাখা, শহিদুল ইসলাম মোটরসাইকেল, সোলায়মান খান আনারস, বীরতারা-আজিম খান নৌকা, শেখ ইসলাম মোটরসাইকেল, জাহিদ খান হাতপাখা, শহীদুল্লাহ ঝিলু আনারস, ষোলঘর -মোঃ আজিজুল ইসলাম নৌকা, কাজী সুমন হুমায়ুন আনারস,এডঃ মোজাম্মেল হোসেন সেন্টু চশমা, কাজী শামীম ইমাম সাচ্চু টেলিফোন, মোহাম্মদ মহিউদ্দিন হাতপাখা, শ্রীনগর-মোঃ মোখলেছুর রহমান নৌকা,মোঃ তাজুল ইসলাম আনারস,সিরাজুল ইসলাম হাতপাখা, শ্যামসিদ্ধি- শফিকুল ইসলাম মামুন নৌকা, মোঃ রতন মিয়া মোটরসাইকেল,বাঘরা- নুরুল ইসলাম নৌকা,আবু নাসের টেলিফোন, হারুন-অর-রশিদ মোটরসাইকেল, শফিকুল ইসলাম আনারস,ভাগ্যকুল -কাজী মনোয়ার হোসেন শাহাদাত নৌকা, মৌলভী মোহাম্মদ ফজলুল করিম হাতপাখা,শহিদুল ইসলাম খান আনারস, রাড়িখাল -আব্দুল বারেক খান বারি নৌকা,সোলায়মান খান চশমা, মোঃ হারুন-অর-রশিদ আনারস, কোলাপাড়া- হাজী নেছার উল্লাহ সুজন নৌকা,রফিকুল ইসলাম বাবু আনারস, মোস্তাফিজুর রহমান জনেট ঘোড়া,হাবিবুর রহমান হাত পাখা,পাটাভোগ- হামিদুল্লাহ খান মুনমুন নৌকা,মহম্মদ হাছেন আনারস,হাজী আমিনুল ইসলাম জুয়েল, আটপাড়া- মোঃ রকিবুল হাসান মাসুদ নৌকা, মোঃ ফজলুর রহমান চশমা, আইয়ুব আলী খান আনারস, শফিকুল ইসলাম হাতপাখা, তন্তর- মোঃ জাকির হোসেন নৌকা,আলী আকবর আনারস, নুরুজ্জামান বেপারী অটোরিকশা, মোহাম্মদ ওসমান মিয়া হাতপাখা, কুকুটিয়া- আক্তার হোসেন মিন্টু নৌকা, বাবুল হোসেন বাবুল আনারস।