বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২২:০০

দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি।।
দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় দিপু চন্দ্র দাস ও লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫ ) দুপরে মৌলভীবাজার সচেতন সনাতনী যুব সমাজের আয়োজনে শহরের চৌমুহনা এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক স্বাগত কিশোর দাশ চৌধুরী।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজার শাখার সভাপতি রুনু দত্ত, সাধারণ সম্পাদক শ্যামলী সূত্রধর, সচেতন সনাতনী যুব সমাজের সম্পাদক চন্দন রায়, যুগ্ম সম্পাদক রাজ সরকার, হিন্দু-বৌদ্ধ-খিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য অ্যাডভোকেট প্রদীপ কুমার দাশ সহ অন্যরা।

বক্তারা বলেন, ভালুকায় দিপু চন্দ্র ও লক্ষ্মীপুরে ৭ বছরের শিশু আয়েশাকে আগুন পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এছাড়াও পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরে ঘরে তালা দিয়ে আগুন লাগিয়ে শিশু আয়েশা আক্তারকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রীমঙ্গল উপজেলা শাখা।

সমাবেশে সভাপতিত্ব করেন মৌলভীবাজার-৪ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাসদ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয়ক অ্যাডভোকেট আবুল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়