প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২২:২২
সাহিত্য-কবিতা কখনো হারিয়ে যাবে না
প্রফেসর ড. মো. তাজ উদ্দিন

সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. তাজ উদ্দিন বলেছেন, সাহিত্য-কবিতা কখনো হারিয়ে যাবে না। সমাজে যা ঘটে, সাহিত্য-কবিতায় লেখকদের তা চিত্রায়িত করতে হবে। কবি-সাহিত্যিকরা সমাজকে শুধু দিয়েই যাচ্ছেন, তাদের রাষ্ট্রীয় মূল্যায়ন ও পৃষ্ঠপোষকতা অপরিহার্য।
|আরো খবর
শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে ত্রৈমাসিক উদয়ের ডাক ১৫তম সংখ্যার প্রকাশনা ও কবিতা পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো তাজ উদ্দিন এ কথাগুলো বলেন।
ত্রৈমাসিক উদয়ের ডাকের সম্পাদক অধ্যাপক মাওলানা কবি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও আমাদের ডাকের সম্পাদক কবি আলিম উদ্দিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ, উদয়ের ডাকের প্রধান উপদেষ্টা সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী, কবি পুলিন রায়, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। এ সময় অন্যান্যের মধ্যে প্রফেসর ড. আব্দুল মজিদ, কবি বাসিত ইবনে হাবিব, কবি চৌধুরী আমিরুল ইসলাম, ব্যাংকার কবি আনোয়ার হোসেন মিসবাহ, কবি কুবাদ বক্ত রুহেল, ফজলুর রহমান ফজলু, কবি সৈয়দ মুহিবুর রহমান মিছলু, মাওলানা কয়েছ মো. সিপার, কবি মাজিদ নওফি, কবি রিহাম সাদী, ওমর ফারুক, সাজন আহমদ সাজু, সাঈদ চৌধুরী টিপু, সুয়েজ আহমদ, কামারুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. তাজ উদ্দিন সহ অতিথিবৃন্দ ত্রৈমাসিক উদয়ের ডাকের ১৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করেন।








