রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০:১৭

রায়পুরে অর্ধ শতাধিক জামে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া-মিলাদ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে অর্ধ শতাধিক জামে মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া-মিলাদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে লক্ষ্মীপুরের রায়পুরে অর্ধ-শতাধিক মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার (৪ ও ৫ ডিসেম্বর ২০২৫) এসব দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী সংগঠনগুলো ।

রায়পুর উপজেলার বাসটার্মিনাল, উপজেলা পরিষদ, থানা, সাবরেজিস্ট্রার, বড় মসজিদ ও বকসি বাড়ীসহ শতাধিক জামে মসজিদে এসব দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।।

দোয়া মাহফিলে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ। সবাই একত্রিত হয়ে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। তারা খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে কোরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাত করেন।

এই দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, অ্যাডভোকেট খায়রুল আলম, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, পৌর বিএনপির সাবের সদস্য সচিব সফিকুল আলম আলমাস, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও ডাক্তার মুকুল মিয়াজি, উপজেলা যুবদলের আহবায়ক অ্যাড. আরমান হোসেন ও সদস্য সচিব সুজন পাটোয়ারী, কৃষকদল সভাপতি কাউছার আলম মোল্লা ও ছাত্রদল সভাপতি মো. রিদয়সহ শতাধিক নেতা-কর্মী।।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়