বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:১৩

রামগঞ্জে সপ্তাহ পার না হতেই আবারও ১ জন খুন

ভাতিজাদের হাতে চাচা নিহত

রামগঞ্জ উপজেলা প্রতিনিধি (লক্ষ্মীপুর)
ভাতিজাদের হাতে চাচা নিহত

সপ্তাহ পার হতে না হতেই লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাতিজাদের হাতে নিহত হয়েছেন চাচা হাসমত উল্যা।

ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে রামগঞ্জ পৌরসভার বাঁশঘর গ্রামের আহমেদ আলী হাজী বাড়িতে। জানা গেছে, সোমবার (১ ডিসেম্বর ২০২৫) রাত ১১ টায় চাচা হাসমত উল্ল্যার জায়গায় ভাতিজা তোফায়েল আহমেদ (৩৪) ও মোহন হোসেন (৩০)জোরপূর্বক ঘর তুলতে গেলে চাচা হাসমত উল্যা বাধা দেন । এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজা তোফায়েল ও মোহনসহ তাদের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী হাসমত উল্ল্যার উপর বর্ররোচিত হামলা চালায়।

এ সময় তারা চাচা হাসমত উল্যাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে হাসমত উল্ল্যার (৭০) আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে, মারাত্মক আহত অবস্থায় তাকে রামগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য যে, গত ২৫ নভেম্বর উপজেলার ভোলাকোট ইউনিয়নের শাহার পাড়া গ্রামের আনোয়ার হোসেন,চাঁদা দিতে অস্বীকার করায় এলাকার চিহ্নিত সন্ত্রাসী ইউসুফের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভাতিজা তোফায়েল ও মোহন ঘটনার পর থেকে প'লাতক রয়েছেন।

এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারী জানান, জমি সংক্রান্ত ব্যাপারে গভীর রাতে ভাতিজাদের হাতে চাচা নিহত হয়েছে। রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়