রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১৩:১২

কুমিল্লায় রাখের ব্রত পালিত

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা
কুমিল্লায় রাখের ব্রত পালিত

পরমপুরুষ ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অনুসারীদের রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব পালিত হয়েছে।

জানা যায়, আপনজনের মঙ্গলার্থে এবং বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে লোকনাথের অনুসারী ও ভক্তরা ‘রাখের উপবাস’ পালন করছেন। ১৫ কার্তিকের পর মাসের বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার তারা এ ব্রত পালন করেন।

শনিবার (৮ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কুমিল্লা মহেশাঙ্গনে গিয়ে দেখা যায়, কয়েকশ' নারী-পুরুষ প্রদীপ, ধুপ, ফল, ফুল সামনে নিয়ে একাগ্রচিত্তে লোকনাথের আরাধনায় নিমগ্ন। ব্রতের দ্বিতীয়দিনে মহেশাঙ্গনে প্রায় দেড় সহস্রাধিক ব্রতী অংশ নেন। এ উপলক্ষে মন্দির

প্রাঙ্গণে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

এ বিষয়ে লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সভাপতি ননী গোপাল পাল বলেন, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে সন্ধ্যায় আগে ধুপ, প্রদীপ ইত্যাদি নিয়ে বসতে হবে। আরাধনায় বসে প্রদীপ জ্বলানোর সাথে সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম, মনোব্রত ও মনটাকে একাত্মচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ যখন জ্বলা শেষ হবে, মন্দির থেকে চালকলা দিয়ে দেয়। সেই চালকলা পুণ্যার্থীরা খায়। অনেকে এই চাল রেখে দেয়, যখন বিপদ-আপদ আসে তখন খায়।

লোকজন স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক বলেন,

এই ব্রত আগে বারদীতে হতো। এই মন্দিরে এ ব্রত হতো না। বারদী থেকে এটা প্রচার হয়েছে। আজ থেকে ৩৩ বছর আগে মহেশাঙ্গনে এই আরাধনা শুরু করেছে। এখন সারাদেশেই লোকনাথের মন্দিরে এই ব্রত হচ্ছে। অনেকে বাসাতে বসেই এই ব্রত করছে বলেও জানান তিনি।

ব্রত করতে আসা লোকনাথ অনুসারী অর্পিতা সরকার বলেন, আপনজনের মঙ্গল কামনার্থে এবং রোগবালাই থেকে মুক্তি পেতে এ ব্রত করা হয়ে থাকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়