প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২২:২৬
উন্নয়ন প্রকল্পের জমি পরিদর্শন করেছেন এমপি বাহার
![উন্নয়ন প্রকল্পের জমি পরিদর্শন করেছেন এমপি বাহার](/assets/news_photos/2021/09/07/image-5218-1631032145bdjournal.jpg)
কুমিল্লা সদর উপজেলা আমড়াতলিতে উন্নয়ন কাজের জন্য নির্ধারিত প্রকল্পের জমি পরিদর্শন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার। প্রস্তাবিত কুমিল্লা আদর্শ সদর উপজেলা ভবনের পাশে বেশ কয়েকটি সরকারি ভবন নির্মানের জন্য জমি নির্ধারণ করতে প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন এমপি বাহার।
|আরো খবর
৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জমিগুলো দেখে তার কাগজপত্র তৈরি করতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন এমপি বাহার।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্ম সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, আমড়াতলী ইউনিয়ন চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, আওয়মী লীগ নেতা আনোয়ার হোসেন মিঠু ও স্থানীয় নেতৃবৃন্দ।