সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০

অনুমোদনের অপেক্ষায় চাঁদপুরের পাঁচ মহাসড়ক উন্নয়ন প্রকল্প

অনুমোদনের অপেক্ষায় চাঁদপুরের পাঁচ মহাসড়ক উন্নয়ন প্রকল্প
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

দেশের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থায় চাঁদপুরের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই তুলনায় এ জেলার সাথে সড়কপথে বিভিন্ন জেলার যোগাযোগ ব্যবস্থার তেমন উন্নয়ন ঘটেনি। তাইতো যোগাযোগ সুবিধা ও সময় স্বল্পতার প্রতি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উন্নয়নের লক্ষ্যে গৃহীত প্রকল্পের ডিপিপি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রি-একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

স্থানীয় সড়ক বিভাগ সূত্রে জানা যায়, চাঁদপুর সড়ক বিভাগাধীন গুরুত্বপূর্ণ পাঁচ জেলার মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প নামে মোট ৯৪.৪২ কিলোমিটার সড়কের ডিপিপি ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ের যাচাই-বাছাই শেষে এখন পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রি-একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ১৫শ' ২৪ কোটি ৫৬ লাখ ১৫ হাজার টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।

সড়কগুলো হচ্ছে : চাঁদপুর-নানুপুর-কামতাবাজার-রামগঞ্জ সড়ক, নানুপুর-দোকানঘর-হরিনা সড়ক, কচুয়ার গুলবাহার-কাশিমপুর সড়ক, বাকিলা-টেকেরহাট-জনতাবাজার-নারায়ণপুর সড়কের চাঁদপুর ও মতলব অংশ এবং মুদাফ্ফরগঞ্জ-চিতোষী-রামগঞ্জ সড়ক।

প্রকল্পভুক্ত সড়কগুলো ১২ ফুট প্রশস্ত হতে ১৮ ফুট প্রশস্ততায় উন্নীতকরণের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাব বাস্তবতার আলো দেখলে চাঁদপুর জেলার সাথে পার্শ্ববর্তী অন্য জেলাগুলোর যোগাযোগ সুবিধায় আমূল পরিবর্তন আসবে। বিভিন্ন সড়কের বাঁকগুলো ভূমি অধিগ্রহণের মাধ্যমে অনেক সহজীকরণ করা হবে। এর ফলে এ অঞ্চলে নানা শিল্পকারখানা গড়ে ওঠার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করেন এখানকার অভিজ্ঞ মহল।

প্রকল্প বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুজ্জোহা বলেন, চাঁদপুরের এ প্রকল্পের সাথে দেশের আরো অন্য প্রকল্পও পরিকল্পনা মন্ত্রণালয়ে দেয়া আছে। যা প্রি-একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়