সোমবার, ০৭ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ২০:০৮

মতলব উত্তরে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-১ প্রতিষ্ঠায় জনগণের সাথে মতবিনিময়

অর্থনৈতিক অঞ্চল হবে চরাঞ্চলবাসীর জন্যে আশীর্বাদ ---চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

মাহবুব আলম লাভলু
অর্থনৈতিক অঞ্চল হবে চরাঞ্চলবাসীর জন্যে আশীর্বাদ    ---চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন,

পরিকল্পিত উন্নয়নের জন্যে অর্থনৈতিক অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। বেজা চায় সবার সহযোগিতা নিয়ে পরিকল্পিত উন্নয়ন হোক। অর্থনৈতিক অঞ্চলগুলো গড়ে উঠলে ব্যবসা ও অর্থনীতি জীবন ফিরে পাবে। তৈরি হবে কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র। এগুলো একে একে বাস্তবায়ন হলে এই অঞ্চলের মানুষের জন্যে তা হবে আশীর্বাদস্বরূপ।

রোববার (৬ জুলাই ২০২৫) সকালে মতলব উত্তর উপজেলার দক্ষিণ বোরচরে চাঁদপুর অর্থনৈতিক অঞ্চল-১ প্রতিষ্ঠার লক্ষ্যে বেজার অনুকূলে বন্দোবস্তকৃত ভূমির দখল হস্তান্তরকরণ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন বিষয়ে স্থানীয় জনগণের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে জেলা প্রশাসক এসব কথা বলেন। তিনি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে স্থানীয় জনগণ কী কী সুবিধা ভাবে এবং চরাঞ্চলের কীরূপ উন্নতি হবে তার বিস্তারিত বিবরণ তুলে ধরতে গিয়ে বলেন, অর্থনৈতিক অঞ্চল হবে চরাঞ্চলবাসীর জন্যে আশীর্বাদ। এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে অর্থনীতি চাঙ্গা হওয়ার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। বিপুল সংখ্যক মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি বৃহত্তর জনগোষ্ঠীর ভাগ্য বদলের নিয়ামক হয়ে উঠবে এই অর্থনৈতিক অঞ্চল।

তিনি ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন, বেজা’র চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত প্রকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। এককথায় ক্ষতিপূরণ পাওয়ার পর অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে।

তিনি আরো বলেন, সকলের সহযোগিতা নিয়েই অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হবে। অর্থনৈতিক অঞ্চলের আশপাশের রাস্তা এইচবিবি (হেরিং বন্ড বন) দ্বারা নির্মিত হবে। আপনারা শতভাগ নিশ্চিত থাকবেন ক্ষতিপূরণ বা পুনর্বাসন প্রাপ্তি নিশ্চিত হলেই অর্থনৈতিক অঞ্চলের কাজ দৃশ্যমান হবে। সভায় স্থানীয় জনগণ অর্থনৈতিক অঞ্চল স্থাপনে সরকারকে সকল ধরনের সহযোগিতা করবেন বলে সম্মতি জ্ঞাপন করেন।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালীর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল শাহাদাত ফাইম, সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক, চায়না পাওয়ার প্রতিনিধি মিস্টার জংহেং চায়না, বাংলাদেশ প্রতিনিধি ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, সার্ভেয়ার তনচঙ্গা, আমিরাবাদ ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা তানজির আহম্মেদ, ভূমি মালিকদের পক্ষে বজলু দেওয়ান, মো. জসিমউদ্দিন ও ছিদ্দিক বকাউল। এ সময় চরাঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়