প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৭:২৬
হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দের সাথে আনোয়ার হোসেন খোকনের মতবিনিময়

হাজীগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল সভা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আনোয়ার হোসেন খোকন। শনিবার (৫ জুলাই ২০২৫) রাতে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপিকে শক্তিশালী করতে তাদের মতামত তুলে ধরেন।
|আরো খবর
আনোয়ার হোসেন খোকন নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আমাদের সবাইকে এক কাতারে আসতে হবে। কোনো প্রকার ভেদাভেদ চলবে না। আমরা সবাই দলের কর্মী, আমরা দলের জন্যে কাজ করবো। আগামী দিনে কে সংসদ সদস্য হবেন তা নির্ধারণ করবে দলের নীতিনির্ধারণী মহল। আমাদের চাওয়া পাওয়া থাকতেই পারে, সেজন্যে দলের ক্ষতি করা যাবে না। দলের প্রয়োজনে দল যাকে যে দায়িত্ব দিবে আমাদের উচিত সেই দায়িত্ব পালন করা। তৃণমূল হলো দলের প্রাণ। তাই কোনো মতেই তৃণমূলে বিরোধে জড়াবেন না। মনে রাখবেন, দল ভালো থাকলে আমরা ভালো থাকবো। সকলের উচিত জনগণের পাশে থেকে কাজ করা, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ মেনে চলা।
সভায় উপস্থিত ছিলেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির নেতা প্রফেসর মো. হানিফ, বাকিলা ইউনিয়নের মো. জাকির হোসেন বেপারী, ৩ নং কালোচোঁ ইউনিয়নের মো. সাহাদাত হোসেন মজুমদার, ৪ নং কালোচোঁ ইউনিয়নের মো. জাকির হোসেন মিয়াজী, ৫ নং সদর ইউনিয়নের মো. কামাল মিয়াজী, ৬ নং বড়কুল ইউনিয়নের মো. মোস্তফা কামাল, ৭ নং বড়কুল ইউনিয়নের মনির হোসেন বিডিআর, হাটিলা ইউনিয়নের মো. মনির হোসেন পাটোয়ারী, ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের আ. আহাদ, ১০ নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের মো. নাসির উদ্দিন শিখো, ১১ নং হাটিলা ইউনিয়নের মো. এমরান হোসেন প্রধানীয়া ও দ্বাদশ ইউনিয়নের মো. মিজানুর রহমান পাটোয়ারী।